You are currently viewing ১০ তম গ্রেডের বেতন কত ২০২৪
১০ তম গ্রেডের বেতন কত

১০ তম গ্রেডের বেতন কত ২০২৪

আমরা সবাই ছোট থেকেই একটি ভালো মানের চাকরি করার স্বপ্ন বুকের ভিতর লালন করে বড় হই। তবে বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো। সরকারি চাকরি পাওয়া কষ্টসাধ্য হলেও বাংলাদেশের শিক্ষিত প্রজন্মের নিকট সরকারি চাকরিজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার তুমুল আগ্রহ দেখা যায়। বাংলাদেশে ১০ তম গ্রেডের অসংখ্য পদের চাকরি রয়েছে।

১০ তম গ্রেডের মাসিক বেতন ন্যূনতম ১৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।১০ তম গ্রেডে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর এ সকল পদে চাকরি করলে সম্মানের সাথে সাথে অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি তাদের ছেলে মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন ভাতা সহ অসংখ্য সুবিধা।

১০ তম গ্রেড বলতে কি বুঝায়?

বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের যে হারের উপর ভিত্তি করে বেতন দেওয়া হয় বেতন প্রাপ্তির সেই হারকে গ্রেড বলা হয়। এ সকল বেতন প্রাপ্তির গ্রেড বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। আমাদের আলোচ্য বিষয় ১০ তম গ্রেড দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত।

বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দ্বিতীয় শ্রেণীর যে সকল কর্মকর্তা রয়েছেন তারা মাস শেষে ১০ তম গ্রেড হারে বেতন পেয়ে থাকে। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য ১৯৭৩ সালে ১০ তম গ্রেডের বেতন ধার্য করা হয়। দ্বিতীয় শ্রেণীর এই ১০ তম গ্রেডের বেতন বর্তমান ২০২৪ সালেও অব্যাহত রয়েছে।

১০ তম গ্রেডের বেতন কত

বর্তমানে ১০ তম গ্রেডের আওতাধীন যে সকল সরকারি চাকরি রয়েছে সে সকল সরকারি চাকরি গুলো সরাসরি নিয়োগ হয়ে থাকে। দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ ১০ তম গ্রেডের মাসিক বেতন ন্যূনতম ১৬ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৮,৬৪০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে ১০ তম গ্রেডে চাকরি শুরুর প্রথম দিকের বেতন ১৬,০০০ হাজার টাকা হয়ে থাকে।

১০ তম গ্রেডের বেতন স্কেল ২০২৪

বর্তমান ১০ তম গ্রেড চাকরির বাজার খুবই খারাপ। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ১০ তম গ্রেডের চাকরি পেতে পূর্বের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হয়। শত বাধা অতিক্রম করে ১০ তম গ্রেডের চাকরি পেয়ে গেলে একটা নির্দিষ্ট বেতন স্কেলের উপর ভিত্তি করে বেতন দেওয়া হয়।

১০ তম গ্রেডের বেতন স্কেলের শুরুর দিকে কম বেতন থাকলেও একটা সময় পর অনেক বেশি টাকা বেতন পাওয়া যায়। ১০ তম গ্রেডের শুরুর বেতন ১৬ হাজার টাকা এবং শেষ বেতন আনুমানিক ৩৯ হাজার টাকা হয়ে থাকে। ১০ তম গ্রেডের বিভিন্ন সময়ের বেতন স্কেল হল যথাক্রমে –

১৬০০০-১৬৮০০-১৭৬৪০-১৮৫৩০-১৯৪৬০-২০৪৪০-২১৪৭০-২২৫৫০-২৩৬৮০-২৪৮৭০-২৬১২০-২৭৪৩০২৮৮১০-৩০২৬০-৩১৭৮০-৩৩৩৭০-৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০ টাকা।

১০ তম গ্রেডে সর্বসাকুল্যে বেতন কত

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ তম গ্রেডে দায়িত্ব পালনকারী অফিসারদের মূল বেতন সহ বিভিন্ন সরকারি ভাতা প্রদান করা হয়। ১০ তম গ্রেডে প্রাপ্ত মূল বেতন ও বিভিন্ন সরকারি ভাতা কে একত্রে সর্বসাকুল্যে বেতন বলা হয়। ১০ তম গ্রেডে সর্বসাকুল্যে বেতন + ভাতাদি = (১৬,০০০+৯৬০০+১৫০০) = ২৭,১০০/- টাকা। অর্থাৎ ১০ তম গ্রেডের শুরুতে সর্বসাকুল্যে বেতন দাঁড়ায় ২৭,১০০ টাকা।

১০ তম গ্রেডের শিক্ষা সহায়ক ভাতা কত টাকা

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ১০ তম গ্রেডের সকল কর্মকর্তাদের সন্তান সন্তানিদের জন্য বাংলাদেশ সরকার শিক্ষা সহায়ক ভাতা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ১০ তম গ্রেডে কর্মরত কর্মকর্তাদের সন্তান সন্তানাদিদের কে ২১ বছর পর্যন্ত বাংলাদেশ সরকার শিক্ষা সহায়ক ভাতা প্রদান করবে।

১০ তম গ্রেডের সকল কর্মকর্তাদের একটি সন্তানের জন্য ৫০০ টাকা শিক্ষা সহায়ক ভাতা প্রদত্ত থাকবে এবং দুটি সন্তানের জন্য সর্বমোট ১ হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা প্রদান করা হবে। তবে স্বামী স্ত্রী উভয়েই সরকারি প্রতিষ্ঠানে ১০ তম গ্রেডে চাকরি করলে সন্তানদের মধ্যে যেকোনো একজনের হিসাবে ভাতা প্রদান করা হবে।

১০ তম গ্রেডের ভাতাদি কত

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ তম গ্রেডে কর্মরত কর্মকর্তারা প্রতিবছর শিক্ষা সহায়ক ভাতা ও বাড়ি ভাড়া ভাতা এবং মেডিকেল ভাতা সহ বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা ভোগ করে থাকে। বিভিন্ন অর্থনৈতিক কোডের মাধ্যমে ১০ তম গ্রেডে ভাতা প্রদান করা হয় যা নিচে উল্লেখ করা হয়েছে।

  • অর্থনৈতিক কোড – ৩১১১২০১ মুল বেতনঃ ১৬,০০০ /- টাকা
  • অর্থনৈতিক কোড – ৩১১১৩১০ বাড়িভাড়া ভাতাঃ ৯৬০০/- টাকা
  • অর্থনৈতিক কোড – ৩১১১৩১১ মেডিকেল ভাতাঃ ১৫০০/- টাকা
  • ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০% ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ৫০% এবং অন্যান্য স্থানের জন্য ৪৫% বেতন ভাতা প্রযোজ্য হবে।

১০ তম গ্রেডের পেনশন কত টাকা

আমরা সকলেই জানি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে চাকরি জীবন শেষে একটা নির্দিষ্ট টাকা পেনশন প্রদান করা হয়। ১০ তম গ্রেডের বেতন অনুযায়ী পেনশনের টাকা নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ কোন কর্মকর্তা যদি ৩৪ হাজার টাকা বেসিক বা মূল বেতন পান তাহলে তিনি চাকরি জীবন শেষে টেনশন পাবেন নূন্যতম প্রায় ৩৫ থেকে ৩৭ লক্ষ টাকা।

অপরদিকে ১০ তম গ্রেডে কর্মরত কোন কর্মকর্তার ৩৮ হাজার টাকা বেতন পাওয়া কালীন চাকরি জীবনের সমাপ্তি ঘটে তিনি পেনশন পাবেন ন্যূনতম ৩৯ থেকে ৪০ লক্ষ টাকা। এছাড়া মাসিক বেতন যদি ১৮ হাজার টাকা হয় তাহলে চাকরি জীবন শেষে পেনশন হবে প্রায় ৩০ থেকে ৩১ লক্ষ টাকা।

১০ তম গ্রেডের বাৎসরিক ও মাসিক বোনাস কত

১০ তম গ্রেডে কর্মরত কর্মকর্তারা প্রতি বছর বাৎসরিক ও মাসিক বোনাস পেয়ে থাকে। প্রতি বছর কর্মরত কর্মকর্তারা মুসলমানদের প্রধান ধর্মীয় দুটি উৎসবে মূল বেতনের সমপরিমাণ টাকা বোনাস হিসাবে পেয়ে থাকে। অপর দিকে প্রতি বাংলা বছরের প্রথম দিন শুভ নববর্ষ উপলক্ষে মূল বেতনের ২০% হারে বোনাস পায়।

এছাড়া ১০ তম গ্রেডে চাকরি করা একজন কর্মকর্তা চাকরিজীবন শেষে পেনশনের সাথে অনেক টাকা বোনাস পেয়ে থাকে। কোন কর্মকর্তার যদি ৬৫ বছর বয়সের প্রমাণ থাকে তখন তিনি চিকিৎসা ভাতা১,৫০০ টাকার পরিবর্তে প্রতি মাসে ন্যূনতম প্রায় ২,৫০০ টাকা হারে বোনাস পাবেন।

১০ম গ্রেডের চাকরির তালিকা

১০ তম গ্রেডে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে একাধিক চাকরির পদ রয়েছে। চাকরির এই পদ অনুসারে সম্মান ও ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দ্বিতীয় শ্রেণীর এ সকল পদে চাকরি পেতে হলে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে।

  • পরিসংখ্যানবিদ ও প্রশাসন উইং
  • প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক
  • পরীক্ষক ও উপ সহকারী কৃষি কর্মকর্তা
  • উপ সহকারী প্রকৌশলী
  • পুলিশের এসআই এবং সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
  • সরকারি সমাজ সেবা কর্মকর্তা ও সরকারি নির্বাচন কর্মকর্তা
  • সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক

সকলেরই স্বপ্ন থাকে স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করার। দ্বিতীয় শ্রেণীর এ সকল পদ তাদের আদর্শ চয়েস। ১০ তম গ্রেডের অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর এ সকল পদে চাকরি পেতে হলে অনেক বেশি পড়াশোনা করতে হয়। অতঃপর চাকরির সার্কুলার প্রকাশ হলে সার্কুলার অনুযায়ী চাকরির আবেদন করে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে চাকরিতে জয়েন করতে হয়।

বেতন গ্রেড নিয়ে আরও দেখুনঃ

সিরিয়ালবিভিন্ন গ্রেডের বেতন তালিকা
৯ম গ্রেডের মোট বেতন কত
১০ তম গ্রেডের বেতন কত
১১ তম গ্রেডে বেতন কত
১৪ তম গ্রেডে বেতন কত
১৭ তম গ্রেডে বেতন কত টাকা
২০ তম গ্রেডের বেতন কত

Beton Update

বেতন আপডেট হল একটি ওয়েবসাইট যা আপনাকে বিভিন্ন চাকরির বেতন সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করে। আমাদের লক্ষ্য হল চাকরিপ্রার্থীদের তাদের আদর্শ চাকরির জন্য আবেদন করার সময় অবগত সিদ্ধান্ত নিতে সাহায্য করা।আমরা বিভিন্ন উৎস থেকে বেতনের তথ্য সংগ্রহ করি, যার মধ্যে রয়েছে জনপ্রিয় চাকরির ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট, এবং সরকারি পরিসংখ্যান।

Leave a Reply