You are currently viewing ১৫ তম গ্রেডের বেতন কত ২০২৪
১৫ তম গ্রেডের বেতন কত

১৫ তম গ্রেডের বেতন কত ২০২৪

বর্তমান প্রজন্মের প্রায় ৯০ ভাগ তরুণ তরুণী চাকরি করার জন্য নিজেকে শিক্ষিত হিসাবে গড়ে তুলে৷ বাংলাদেশে চাকরির হার খুবই সীমিত৷ তবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১৫ তম গ্রেডের অনেক পদে চাকরির সুযোগ রয়েছে৷ ১৫ তম গ্রেডের প্রাথমিক বেতন খুবই সীমিত৷ তবে ১৫ তম গ্রেডে সরকারি প্রতিষ্ঠানে অনেক টাকা ভাতা ও বোনাস দেওয়া হয়৷ যার ফলে ১৫ তম গ্রেডে সরকারি প্রতিষ্ঠানে চাকরির চাহিদা অনেক বেশি হয়ে থাকে৷ বর্তমানে ১৫ তম গ্রেডের মাসিক বেতন নূন্যতম ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

সরকারি প্রতিষ্ঠানে ১৫ তম গ্রেডের মূল বেতনের তুলনায় বেতন বৃদ্ধির হার তুলনামূলক ভাবে বেশি দেখা যায়, যা বেসরকারি প্রতিষ্ঠানে অনেকটা কম৷ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১৫ তম গ্রেডের বিভিন্ন পদের কর্মকর্তাদের পদোন্নতি পাওয়া তুলনামূলক কঠিন৷ তবে বেসরকারি প্রতিষ্ঠানে ১৫ তম গ্রেডে চাকরি করলে পদোন্নতি পাওয়া একটু সহজ৷ এছাড়া অভিজ্ঞতা থাকলে অথবা কাজে দক্ষ হলে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেড়ে যায়৷

১৫ তম গ্রেড বলতে কি বুঝায়?

সরকারি ও বেসরকারি প্রায় সকল প্রতিষ্ঠানেই একটি বেতন স্কেলের উপর ভিত্তি করে বেতন দেওয়া হয়। বেতন দেওয়ার এই স্কেলকে ১ থেকে শুরু করে ২০ পর্যন্ত সর্বমোট ২০ টি গ্রেডে ভাগ করা হয়েছে। এই ২০ টি গ্রেডকে আবার ৪ টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। ১৫ তম গ্রেড মূলত তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত।

১৫ তম গ্রেডের বেতন কত

১৫ তম গ্রেডের চাকরি একটি মানসম্মত চাকরি। ১৫ তম গ্রেডের প্রথম দিকের মূল বেতন দ্বারা একটি পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারে না বললেই চলে। তবে ১৫ তম গ্রেডের মূল বেতনের সাথে প্রাপ্ত ভাতা ও বোনাস মিলিয়ে অর্থাৎ ১৫ তম গ্রেডের সর্বসাকুল্যে বেতন দ্বারা একটি পরিবার অনায়াসে মানসম্মত জীবন যাপন করতে পারে।

সরকারি প্রতিষ্ঠানের ১৫ তম গ্রেডের মূল বেতন সর্বনিম্ন নূন্যতম ৯,৭০০ থেকে শুরু হয়ে সর্বোচ্চ প্রায় ২৩,৪৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ১৫ তম গ্রেডে চাকরির প্রথম বেতন হয় ৯,৭০০ টাকা এবং শুরুর এই বেতন বৃদ্ধি পেয়ে এক সময় ২৩,৪৯০ টাকায় গিয়ে দাঁড়ায়। এছাড়া ১৫ তম গ্রেডে প্রায় মূল বেতনের সমপরিমাণ টাকা বোনাস হিসাবে পাওয়া যায়।

১৫ তম গ্রেডের বেতন স্কেল ২০২৪

২০১৫ সালের বাংলাদেশ সরকার অনুমোদিত বাজেট অনুযায়ী ১৫ তম গ্রেডের একটি বেতন স্কেল রয়েছে। এই স্কেল অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর পর বেতন বৃদ্ধি পায়। ১৫ তম গ্রেডের শুরুতে ৯,৭০০ টাকা এবং সর্বশেষ ২৩,৪৯০ টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে।

১৫ তম গ্রেডের বেতন স্কেল = ৯৭০০- ১০১৯০- ১০৭০০- ১১২৪০- ১১৮১০- ১২৪১০- ১৩০৪০- ১৩৭০০- ১৪৩৯০- ১৫১১০- ১৫৮৭০- ১৬৬৭০- ১৭৫১০- ১৮৩৯০- ১৯৩১০- ২০২৮০- ২১৩০০- ২২৩৭০- ২৩৪৯০/=

১৫ তম গ্রেডে সর্বসাকুল্যে বেতন কত

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তারা ১৫ তম গ্রেডের মূল বেতন কম হলেও সর্বসাকুল্যে মাস শেষে ভালো টাকা বেতন পেয়ে থাকে। ১৫ তম গ্রেডে যে সকল ভাতা ও বোনাস এবং মূল বেতন পাওয়া যায় তা একত্রে সর্বসাকুল্যে বেতন বলা হয়ে থাকে। ১৫ তম গ্রেডে মূল বেতন ও ভাতা এবং বোনাস মিলিয়ে সর্বসাকুল্যে ন্যূনতম ১৭,৮৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১৯,৭৭০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।

১৫ তম গ্রেডের বার্ষিক বেতন বৃদ্ধি হয় কত টাকা

সরকারি প্রতিষ্ঠানে ১৫ তম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি করা হয়। ১৫ গ্রেডের মধ্যে ৫+৫= ১০ গ্রেড এর জন্য ৪.৫+৪.৫= ৯% এবং ৩+২= ৫ গ্রেড এর জন্য ৪+৩.৭৫= ৭.৭৫% অর্থাৎ ১৫ গ্রেডের জন্য মোট ৯+ ৭.৭৫ =১৬% হারে প্রতি বছর বেতন বৃদ্ধি পেতে থাকে।

১৫ তম গ্রেডে ভাতা কত টাকা পায়

সরকারি প্রতিষ্ঠানের ১৫ তম গ্রেডে কর্মরত কর্মকর্তারা বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকে। এ সকল ভাতার মধ্যে বাড়ি ভাড়া ভাতা বাবদ সব থেকে বেশি টাকা পেয়ে থাকে। ১৫ তম গ্রেডের মূল বেতন অনুযায়ী ৪০% থেকে ৬০% হারে বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকে।

  • বাড়ি ভাড়া ভাতা ৩,৮৮০ টাকা থেকে ৫,৮২০ টাকা।
  • চিকিৎসার ভাতা ন্যূনতম ১৫০০ টাকা।
  • যাতায়াত ভাতা ৩০০ টাকা।
  • টিফিন ভাতা ১৫০ টাকা।
  • ১৫ তম গ্রেডের সকল ভাতা মিলিয়ে প্রতি মাসে সর্বমোট ৫,৮৩০ টাকা থেকে শুরু করে ৭,৭৭০ টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকে।

১৫ তম গ্রেডের বোনাস কত টাকা

সরকারি প্রতিষ্ঠানে ১৫ তম গ্রেডে মূল বেতনে বেশি টাকা বাৎসরিক বোনাস পাওয়া যায়। ১৫ তম গ্রেডে মুসলমানদের পবিত্র ২ টি ধর্মীয় উৎসব উপলক্ষে ন্যূনতম প্রায় ৯,৭০০ টাকা হিসেবে মোট ১৯,৪০০ টাকা বোনাস পাওয়া যায়। এছাড়া বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে ন্যূনতম ১,৯৪০ টাকা পর্যন্ত বোনাস পাওয়া যায়। সবমিলিয়ে ১৫ তম গ্রেডের সর্বমোট বোনাস ২১,৩৪০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

১৫ তম গ্রেডের পেনশন কত টাকা

সকল সরকারি প্রতিষ্ঠানের ১৫ তম গ্রেডে কর্মরত কর্মকর্তাদের চাকরি জীবন শেষে এককালীন পেনশনের টাকা প্রদান করা হয়। ১৫ তম গ্রেডে ৩০ বছর চাকরি করলে ৫% বৃদ্ধিতে মূল বেতন হবে ২৩,৪৯০ টাকা। আঠারো মাসের ঐচ্ছিক ছুটি বিক্রি হিসেবে ২৩,৯৪০ গুন ১৮ সর্বমোট ৪৫ লাখ টাকা থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়।

১৫ তম গ্রেডে অবসরের পর মাসিক বেতন কত

কোন ব্যক্তি যদি সরকারি প্রতিষ্ঠানে ১৫ তম গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন তবে তিনি চাকরি জীবন শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মৃ*ত্যুর আগ পর্যন্ত পেতে থাকবেন। এক্ষেত্রে অবসরের পর চিকিৎসা ভাতা ১৫০০ টাকা সহ প্রতি মাসে সর্বমোট ১২,০৭০ টাকা র্পযন্ত বেতন পেতে থাকবেন।

বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১৫ তম বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হয়।। ২০১৫ সালে একটি নতুন বাজেট প্রকাশ করা হয় এবং সেই বাজেট অনুযায়ী নতুন স্কেল যুক্ত করা হয় প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য। ২০১৫ সালের এই বাজেট অনুযায়ী ১৫ তম গ্রেডের বেতন দেওয়া হয়।

বেতন গ্রেড নিয়ে আরও দেখুনঃ

সিরিয়ালবিভিন্ন গ্রেডের বেতন তালিকা
৯ম গ্রেডের মোট বেতন কত
১০ তম গ্রেডের বেতন কত
১১ তম গ্রেডে বেতন কত
১৪ তম গ্রেডে বেতন কত
১৭ তম গ্রেডে বেতন কত টাকা
২০ তম গ্রেডের বেতন কত

Beton Update

বেতন আপডেট হল একটি ওয়েবসাইট যা আপনাকে বিভিন্ন চাকরির বেতন সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করে। আমাদের লক্ষ্য হল চাকরিপ্রার্থীদের তাদের আদর্শ চাকরির জন্য আবেদন করার সময় অবগত সিদ্ধান্ত নিতে সাহায্য করা।আমরা বিভিন্ন উৎস থেকে বেতনের তথ্য সংগ্রহ করি, যার মধ্যে রয়েছে জনপ্রিয় চাকরির ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট, এবং সরকারি পরিসংখ্যান।

Leave a Reply