৯ম গ্রেডের মোট বেতন কত

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে অর্থাৎ ১৯৭৩ সাল থেকে ৪ টি শ্রেণি অনুযায়ী সকল চাকরিজীবীদের বেতন নির্ধারণ করা হতো।

তবে পরবর্তী সময়ে ২০১৫ সালে ৪ টি শ্রেণী ভেঙে সর্বমোট ২০ টি গ্রেড অনুযায়ী সকল চাকরিজীবীদের বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে।

বাংলাদেশের বর্তমান বেতন স্কেল অনুযায়ী ৯ম গ্রেডের মোট বেতন কত জানা থাকলে চাকরির ধরন ও সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়।

৯ম গ্রেডের মোট বেতন কত

একজন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তার বেতন থেকে শুরু করে অবস্থান, ক্ষমতা, দায়িত্ব ও অন্যান্য সকল সুযোগ সুবিধা ভিত্তিতে বিবেচনা করা হয়।

৯ তম গ্রেডে সরাসরি নিয়োগ প্রদান করা হয়। সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৯ তম গ্রেডে সব থেকে বেশি বেতন প্রদান করা হয়।

বর্তমানে ৯ তম গ্রেডে মূল বেতন ও ভাতা মিলিয়ে সর্বমোট ৩৭,৭০০ টাকা বেতন প্রদান করা হয়। তবে নির্দিষ্ট অংশ কর্তন করার পর ৯ তম গ্রেডের কর্মকর্তা গন প্রায় ৩৩ হাজার টাকা মাসিক বেতন পেয়ে থাকে।

৯ তম গ্রেডের মূল বেতন কত টাকা

বেতন স্কেলের ৯ তম গ্রেড প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ ৯ তম গ্রেড প্রথম শ্রেণীর সর্বশেষ স্তর হিসাবে গণ্য হয়।

বর্তমানে ৯ তম গ্রেডের মূল বেতন সর্বনিম্ন ২২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫৩,০৬০ টাকা। অর্থাৎ ৯ তম গ্রেডে চাকরির শুরুতে ২২ হাজার টাকা বেতন দেওয়া হয়।

৯ তম গ্রেডের বেতন স্কেল ২০২৪

বেতন স্কেলের নিয়ম অনুযায়ী ৯ তম গ্রেডের একজন কর্মকর্তা প্রতি বছর মূল বেতনের ৫% হারে সর্বমোট ১৮ বছর পর্যন্ত ইনক্রিমেন্ট পাবে।

প্রথম ইনক্রিমেন্ট পাওয়ার পর মূল বেতন বৃদ্ধি পেয়ে ২৩,১০০ হবে এবং সর্বশেষ ইনক্রিমেন্ট অনুযায়ী মূল বেতন বৃদ্ধি পেয়ে ৫৩,০৬০ টাকা হবে।

৯ তম গ্রেডের বেতন স্কেল- ২৩১০০- ২৪২৬০- ২৫৪৮০- ২৬৭৬০- ২৮১০০- ২৯৫১০- ৩০৯৯০- ৩২৫৪০- ৩৪১৭০- ৩৫৮৮০- ৩৭৬৮০- ৩৯৫৭০- ৪১৫৫০- ৪৩৬৩০- ৫৪৮২০- ৪৮১২০- ৫০৫৩০- ৫৩০৬০ টাকা।

৯ তম গ্রেডের ভাতা কত টাকা

বর্তমানে ৯ তম গ্রেডে মূল বেতনের ৬০% অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা বাবদ ১৩,২০০ টাকা এবং মেডিকেল অর্থাৎ চিকিৎসা ভাতা স্বরূপ ১৫০০ টাকা প্রদান করা হয়।

এছাড়াও টিফিন ভাতা হিসাবে ৩০০ টাকা এবং যাতায়াত ভাড়া বাবদ ৭০০ টাকা হিসাবে সর্বমোট প্রায় ১৫,৭০০ টাকা ভাতা প্রদান করা হয়ে থাকে।

এছাড়া প্রতি একটি সন্তানের জন্য ৫০০ টাকা হারে দুটি সন্তানের জন্য সর্বমোট ১ হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা প্রদান করা হয়ে থাকে।

৯ তম গ্রেডের বোনাস কত টাকা

বর্তমান বেতন স্কেলের ৯ তম গ্রেডের পদে অধিক টাকা বেতনের সাথে বিভিন্ন ধরনের সরকার কর্তৃক সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে।

৯ তম গ্রেডে প্রতি ঈদে মূল বেতনের সমপরিমাণ টাকা বোনাস হিসাবে প্রদান করা হয়। এছাড়া মূল বেতন অনুযায়ী ২০% হারে মোট ৪,৪০০ টাকা বৈশাখী বোনাস প্রদান করা হয়ে থাকে।

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও নয় তম গ্রেড অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হয়। ৯ তম গ্রেডের চাকরি একটি মানসম্মত ও সম্মানজনক চাকরি। বর্তমানে ৯ তম গ্রেডের চাকরি পেতে পূর্বের তুলনায় অধিক পরিশ্রম করতে হয়। বর্তমানে ৯ তম গ্রেডের চাকরির চাহিদা পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

বেতন গ্রেড নিয়ে আরও দেখুনঃ

সিরিয়ালবিভিন্ন গ্রেডের বেতন তালিকা
৯ম গ্রেডের মোট বেতন কত
১০ তম গ্রেডের বেতন কত
১১ তম গ্রেডে বেতন কত
১৪ তম গ্রেডে বেতন কত
১৭ তম গ্রেডে বেতন কত টাকা
২০ তম গ্রেডের বেতন কত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top