কাস্টমস সিপাই একটি সরকারি চাকরি। একজন কাস্টমস সিপাইয়ের প্রধান দায়িত্ব হল বিভিন্ন চোরা চালান, মাদক পাচার, মানব পাচার ইত্যাদি প্রতিরোধে সহায়তা প্রদান করা এবং উচ্চ লেভেলের কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।যার জন্য একজন কাস্টমস সিপাই কে পরিপূর্ণ ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করে তোলা হয়। একজন কাস্টমস সিপাইয়ের মাসিক বেতন ৯ হাজার টাকা থেকে শুরু হয়ে ন্যূনতম ২১ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
বাংলাদেশ কাস্টমস অফিসের কর্মকর্তারা বাংলাদেশ পুলিশ বাহিনীর মত না হলেও অনেকেই পুলিশের মতই অস্ত্র ও অ্যারেস্ট ওয়ারেন্ট সহ বিভিন্ন জায়গায় তল্লাশি করার অনুমতি পায়। অনেকেই স্বপ্ন দেখে কম পড়াশোনা করে মানসম্মত চাকরি করার। কাস্টমস সিপাই তাদের আদর্শ চয়েস হতে পারে। কেননা তুলনামূলক কম পড়াশোনা করে একজন কাস্টমস সিপাই এর চাকরি পাওয়া যায়।
কাস্টমস সিপাই এর কাজ কি?
একজন কাস্টমস সিপাই এর প্রধান কাজ হল ডেসপাস সহ বিভিন্ন দাপ্তরিক কাজে সহায়তা করা এবং সিনিয়র অফিসার দের প্রটোকল ডিউটি পালন করা কাস্টমস সিপাইদের দায়িত্ব। এছাড়া বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেফটি বা সুরক্ষার জন্য কাস্টমস সিপাহী কাজ করে থাকে।
মূলত বাংলাদেশ পুলিশ বাহিনী ও মাদকদ্রব্য অধিদপ্তর এর সিপাইদের মতোই কাস্টমস সিপাহী বিভিন্ন কাজ করে থাকে। তবে বাংলাদেশ পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর সিপাহীদের পোশাক এবং কাস্টমস সিপাহীদের পোশাকে একটু ভিন্নতা থাকলে ও এদের কাজ, বেতন এবং সুযোগ সুবিধা প্রায় একই।
কাস্টমস সিপাই এর বেতন কত
একজন কাস্টমস সিপাই বেশ ভালো টাকা বেতন ও ভাতা পেয়ে থাকে। একজন কাস্টমস সিপাইয়ের পাওয়া বেতন ভাতা দিয়ে একটি পরিবার স্বাচ্ছন্দে চলতে পারে। একজন কাস্টমস সিপাই মূলত ১৭ তম গ্রেডের বেতন নিয়ে চাকরি শুরু করে এবং কাস্টমস সিপাই থাকাকালীন ১৭ তম গ্রেডের বেতন ভাতা পেয়ে থাকেন। আমরা জানি ১৭ তম গ্রেডের মাসিক মূল বেতন দেয়া হয় ৯ হাজার টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ আরও আনুষঙ্গিক ভাতা মিলিয়ে তারা মাস শেষে সর্বমোট প্রায় ১৭-১৮ হাজার টাকা পেয়ে থাকে।
১৭ তম গ্রেড হিসাবে একজন কাস্টমস সিপাইয়ের চাকরি শুরুর মূল বেতন হয় ৯ হাজার টাকা। একজন কাস্টমস সিপাইয়ের ১৭ তম গ্রেডের মাসিক বেতন ভাতা প্রতি বছর ৫% হারে বৃদ্ধি পেতে থাকে। কাস্টমস সিপায়ের মাসিক বেতন ভাতা প্রতি বছর জুলাই মাসে বৃদ্ধি করা হয়। একজন কাস্টমস সিপাই পদোন্নতি পাওয়ার আগ পর্যন্ত ৯ হাজার টাকা থেকে ২১ হাজার টাকা পর্যন্ত বেতন ভাতা পেয়ে থাকেন।
কাস্টমস সিপাই এর সুযোগ সুবিধা
বাংলাদেশের অন্যান্য বাহিনীদের মতো কাস্টমস সিপাই ও কাস্টমস কর্মকর্তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। একসময় কাস্টমস অফিসার বা কাস্টমস সিপাইরা কোন ধরনের ভাতা পেতেন না। তবে বর্তমান বাংলাদেশ সরকার অন্যান্য বাহিনীদের মতো কাস্টমস সিপাইদের মাসিক বেতনের সাথে বিভিন্ন ভাতা প্রদান করে থাকে। এছাড়াও পরবর্তীতে পদোন্নতির সুযোগ রয়েছে।
কাস্টমস সিপাই চাকরির শিক্ষাগত যোগ্যতা
বাংলাদেশ কাস্টমস সিপাই পদের জন্য উচ্চতর ডিগ্রির প্রয়োজন হয় না। তবে কাস্টমস সিপাই পদে চাকরি পেতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কাস্টমস সিপাই পদে চাকরির জন্য এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কাস্টমস সিপাই ব্যতীত আরো বিভিন্ন পদ রয়েছে। যে সকল পদে এস এস সি পাসে আবেদন করা যায় না। এ সকল পদে চাকরির আবেদন করতে উচ্চতর ডিগ্রীর প্রয়োজন পড়ে। কাস্টমস অফিসের অন্যান্য পদে চাকরি পেতে হলে অবশ্যই ন্যূনতম এইচ এস সি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কাস্টমস সিপাই এর পদোন্নতি
বাংলাদেশ কাস্টমস সিপাই পদের চাকরি থেকে উচ্চ পদে পদোন্নতি হয়ে থাকে। তবে কাস্টমস সিপাই পদ থেকে খুব সীমিত সংখ্যক ব্যক্তি পদোন্নতি পায়। একজন কাস্টমস সিপাই চাকরি জীবনে ২ থেকে ৩ বছর পর সাব ইন্সপেক্টর পদে পদোন্নতি পান।
তবে যদি কোন কাস্টমস সিপাইয়ের সিনিয়র কেউ থাকে তবে সিনিয়র ব্যক্তি আগে পদোন্নতি পাবেন। অতঃপর কোন কাস্টমস সাব ইন্সপেক্টর যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে সাব ইন্সপেক্টর পদ থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি হওয়ার সুযোগ পাবেন।
কাস্টমস সিপাই এর শারীরিক পরীক্ষা
একজন কাস্টমস সিপাই পদে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সুস্থ সবল হতে হবে। বাংলাদেশের যে কোনো বাহিনীতেই সিপাই পদে চাকরির আবেদন করলে অবশ্যই শারীরিক পরীক্ষা দিতে হবে। শারীরিক গঠন ঠিক না থাকলে কাস্টমস সিপাইয়ের চাকরি থেকে বঞ্চিত হতে হবে। কাস্টমস সিপাই এর চাকরিতে বেশি উচ্চতার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়।
কাস্টমস সিপাই পদে আবেদনকৃত পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। এছাড়া একজন কাস্টমস সিপাইয়ের উচ্চতা এবং উচ্চতা অনুযায়ী শরীরের ওজন সঠিক থাকতে হবে। শারীরিক পরীক্ষায় শরীরের ফিটনেস সঠিক থাকলে কাস্টমস সিপাই পদে চাকরির সুযোগ দেওয়া হবে।
কাস্টমস সিপাই একটি সরকারি চাকরি হওয়ায় বর্তমানে এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। অনেকেই কাস্টমস সিপাই পদে চাকরি করার স্বপ্ন দেখে থাকে। কাস্টমস সিপাই পদে চাকরি পেতে হলে অবশ্যই আবেদনের যোগ্যতা এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।