আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন কত ২০২৪

১৫ সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস পালন করা হয়। বিশ্বের উন্নতিতে প্রযুক্তিবিদদের ভূমিকা কে সম্মান জানানোর জন্য এই দিবস প্রতিবছর পালন করা হয়। গ্রামীণ সভ্যতার অগ্রগতিতে ও প্রযুক্তির উদ্ভাবন এবং প্রযুক্তি নানা খাঁতে প্রয়োগের জন্য বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের গুরুত্ব অপরিসীম। আমেরিকায় অসংখ্য বাংলাদেশি ইঞ্জিনিয়ার পদে চাকরি করছে। আমেরিকায় অবস্থানরত এ সকল ইঞ্জিনিয়ারদের প্রতি মাসে ন্যূনতম ৮ লাখ টাকা থেকে প্রায় ১২ লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

প্রাচীন বৃহত্তম পিরামিড নির্মাণ থেকে শুরু করে বর্তমান সময়ের বুর্জ খলিফার মত উচ্চ বিল্ডিং তৈরিতে ইঞ্জিনিয়ারদের ভূমিকার কোন তুলনা হয় না। এছাড়াও বিভিন্ন যান্ত্রিক পরিসেবা থেকে শুরু করে শিল্প, কম্পিউটার, স্মার্টফোন, রাস্তাঘাট ও সেতু এমনকি বাড়ি নির্মাণ প্রায় সকল কিছুই প্রযুক্তিবিদ অর্থাৎ ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি হয়েছে।

একজন ইঞ্জিনিয়ার এর কাজ কি

ইঞ্জিনিয়ারদের বলা হয় প্রযুক্তিবিদ। প্রযুক্তির ক্ষেত্র অনুযায়ী ইঞ্জিনিয়ার এর পদ ভিন্ন হয়। গাণিতিক ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ করে ব্যবহারিক সমস্যার নিরাপদ ও গ্রহণযোগ্য সমাধান বের করায় একজন প্রকৌশলী বা প্রযুক্তিবিদ অথবা ইঞ্জিনিয়ার এর প্রধান কাজ।

আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন কত

বর্তমান বিশ্বের সব থেকে উন্নত শীল রাষ্ট্র গুলোর মধ্যে আমেরিকা অন্যতম। পশ্চিমা সংস্কৃতির দেশ আমেরিকায় ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র বেশ প্রশস্ত। আমেরিকায় একজন ইঞ্জিনিয়ারের বাৎসরিক বেতন ৯০ হাজার ইউএস ডলার থেকে শুরু করে ১ লাখ ১০ হাজার অথবা ১ লাখ ৩০ হাজার ইউএস ডলার পর্যন্ত হয়ে থাকে। যা বাংলাদেশী টাকায় প্রায় কয়েক কোটি টাকার উপরে।

আমেরিকায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এর বেতন কত

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কে বলা হয় মাদার অফ ইঞ্জিনিয়ারিং। কেননা এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম ও বিস্তৃত ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্র। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ছোট পার্টস থেকে শুরু করে বড় বড় মেশিন, যন্ত্রপাতি, যানবাহনের ডিজাইন ও সেই পণ্য উৎপাদনের সম্পূর্ণ পদ্ধতিকে অধিক কার্যকর করার জন্য কাজ করে থাকে।

এছাড়া পণ্য তৈরীর সকল পর্যায়ের গবেষণা, নকশা, উৎপাদন এবং ইনস্টলেশন করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অন্যতম প্রধান দায়িত্ব। আমেরিকায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রতি বছর ন্যূনতম ৯২,৮০০ ইউ এস ডলার এবং প্রতি মাসে ন্যূনতম ৭,৭৩৩ ইউ এস ডলার বেতন পেয়ে থাকে।

আমেরিকায় সিভিল ইঞ্জিনিয়ার এর বেতন কত

একজন সিভিল ইঞ্জিনিয়ার এর প্রধান কাজ বিভিন্ন কনস্ট্রাকশন সাইটের ড্রয়িং থেকে শুরু করে বিল্ডিং তৈরির সকল সঠিক দিক নির্দেশনা দেওয়া। আমেরিকায় একজন সিভিল ইঞ্জিনিয়ার এর বাৎসরিক বেতন ন্যূনতম ৯৩,৭২০ ইউ এস ডলার এবং মাসিক ৭,৮১০ ইউ এস ডলার পর্যন্ত হয়ে থাকে। যা বাংলাদেশী টাকায় রূপান্তর করলে প্রতি মাসে ৮ লাখ ৫১,২৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

আমেরিকায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর বেতন কত

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর প্রধান কাজ বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ তৈরি করা। এছাড়া বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রাংশের সমস্যার সমাধান করা একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এর অন্যতম দায়িত্ব। আমেরিকায় একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার প্রতি মাসে বাংলাদেশী টাকায় কয়েক লাখ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।

বর্তমানে আমেরিকায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর বাৎসরিক বেতন ন্যূনতম ১০১,৬০০ ইউ এস ডলার। সে হিসেবে প্রতি মাসে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ৮,৪৬৬ ইউএস ডলার বেতন পায়। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর মাসিক বেতন বাংলাদেশি টাকায় ন্যূনতম ৯ লাখ ২২,৮৬৬ টাকা হয়ে থাকে।

আমেরিকায় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার এর বেতন কত

মেডিকেল ইকুইপমেন্ট তৈরি ও ইমপ্রুভমেন্ট করাই বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের প্রধান কাজ। মেডিকেল ইকুইপমেন্ট তৈরি ও ইমপ্রুভমেন্ট করা ছাড়াও ইকুইপমেন্ট তৈরির গবেষণা ও পরিকল্পনা করা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের প্রধান কাজ। একজন বায়োমেটিক্যাল ইঞ্জিনিয়ার প্রতি মাসে ন্যূনতম ৮ লাখ ৬৩,৭৩৪ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।

আমেরিকায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার এর বেতন কত

বিভিন্ন রাসায়নিক বস্তু তৈরি ও বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রধান কাজ। আমেরিকায় একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার প্রতি বছর আনুমানিক প্রায় ১১৪,৪৭০ ইউ এস ডলার বেতন পায়। যা প্রতি মাসে দাঁড়ায় ৯,৫৩৯ ইউ এস ডলার এবং বাংলাদেশী টাকায় হয় ১০ লাখ ৩৯,৭৬৯

আমেরিকায় কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ার এর বেতন

কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ার এর প্রধান কাজ কম্পিউটারের হার্ডওয়ার জনিত সমস্যার সমাধান করা। এছাড়া কম্পিউটারের হার্ডওয়ার তৈরিতে কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ারের মাসিক বেতন ন্যূনতম ৯,৮২০ ইউ এস ডলার হয়ে থাকে। যা বাংলাদেশী টাকায় রূপান্তর করলে ১০ লাখ ৭০,৩৮০ টাকায় দাঁড়ায়।

একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বিভিন্ন যন্ত্রের পরিকল্পনা ও নকশা অংকন এবং নির্মাণ করার মত কাজগুলি করে আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে তুলেছে। নির্মাণ নয় নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ পর্যন্ত একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষের জীবনকে সহজ করতে প্রতিটি ঘরে অন্তত একজন ব্যক্তিকে ইঞ্জিনিয়ার তৈরি করা প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top