সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন কত

খাদ্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদ সরকারি উপ খাদ্য পরিদর্শক। সহকারী উপ খাদ্য পরিদর্শক মূলত খাদ্য সংশ্লিষ্ট কাজে অংশগ্রহণ করে থাকে।

যেমন খাদ্যের বিশুদ্ধতা যাচাই, ভেজাল পণ্য চিহ্নিতকরণ ও খাদ্যের প্যাকেট জাতকরণের বৈধতা যাচাই ইত্যাদি। বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেট বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে থাকে।

উক্ত অভিযানে ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী যে সকল কর্মকর্তাগণ খাদ্যের বিশুদ্ধতা নির্ণয় করেন তাদেরকে মূলত সহকারী উপ খাদ্য পরিদর্শক বলা হয়ে থাকে।

একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন কত জানা থাকলে উক্ত পদের বেতন স্কেল সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা পাওয়া যায়।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন কত

একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক চাকরির শুরুতে ৯,৭০০ টাকা বেতন পায় এবং সর্বশেষ বাৎসরিক ইনক্রিমেন্টের পর সর্বোচ্চ ২৩,৪৯০ টাকা বেতন পেয়ে থাকে।

এছাড়া সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে বিভিন্ন ভাতা প্রদান করা হয়ে থাকে। মূল বেতন এবং ভাতা মিলিয়ে একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক মোট ১৭,৮৩০ টাকা থেকে প্রায় ১৯,৭৭০ টাকা বেতন পেয়ে থাকে।

সহকারী উপ খাদ্য পরিদর্শক কত তম গ্রেডের অন্তর্ভুক্ত

সরকারি ভাবে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে নিয়োগ প্রদান করা হয়ে থাকে।

একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক মূলত ১৫ গ্রেডের অন্তর্ভুক্ত। অর্থাৎ একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করে থাকে।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন স্কেল কত

একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক মূল বেতন অনুযায়ী বাৎসরিক ৫% হারে ইনক্রিমেন্ট পায়। বাৎসরিক এই ইনক্রিমেন্টকে বেতন স্কেলে প্রকাশ করা হয়ে থাকে।

একজন সহকারী উপ খাদ্য পরিদর্শকের বেতন স্কেল= ৯৭০০- ১০১৯০- ১০৭০০- ১১২৪০- ১১৮১০- ১২৪১০- ১৩০৪০- ১৩৭০০- ১৪৩৯০- ১৫১১০- ১৫৮৭০- ১৬৬৭০- ১৭৫১০- ১৮৩৯০- ১৯৩১০- ২০২৮০- ২১৩০০- ২২৩৭০- ২৩৪৯০/=

সহকারী উপ খাদ্য পরিদর্শক কত টাকা ভাতা ও বোনাস পায়

একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক সকল ভাতা মিলিয়ে প্রতি মাসে সর্বমোট ৫,৮৩০ টাকা থেকে শুরু করে ৭,৭৭০ টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকে।

এছাড়া ঈদ উপলক্ষে বছরে দুইবার মূল বেতনের সমপরিমাণ এবং বৈশাখী বোনাস হিসেবে মূল বেতনের ২০% হারে বাৎসরিক বোনাস প্রদান করা হয়ে থাকে।

সহকারী উপ খাদ্য পরিদর্শক কত টাকা বাড়ি ভাড়া ভাতা পায়

সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে কর্মরত কর্মকর্তাদের মূল বেতন অনুযায়ী ৫৫% হারে বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হয়ে থাকে।

অর্থাৎ একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক চাকরির শুরুতে প্রায় ৫,৩৩৫ টাকা বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকে। তবে স্থান ভেধে ভাতার পরিমাণ কম বেশি হতে পারে।

সহকারী উপ খাদ্য পরিদর্শক শিক্ষা সহায়ক ভাতা কত টাকা পায়

সহকারি উপ খাদ্য পরিদর্শক পদে কর্মরত কর্মকর্তা গণ তাদের দুটি সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পেয়ে থাকে।

সন্তানের বয়স পাঁচ বছর পূর্ণ হলে একজন সন্তানের জন্য ৫০০ টাকা হারে দুই সন্তানের জন্য মোট ১০০০ টাকা শিক্ষা সহায়ক ভাতা প্রদান করা হয়ে থাকে।

সহকারী উপ খাদ্য পরিদর্শকের পদোন্নতি

সহকারী উপ খাদ্য পরিদর্শক পদ ন্যূনতম ৩ থেকে ৫ বছর চাকরি করার পর পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক পদোন্নতি পেয়ে উপ খাদ্য পরিদর্শক পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে থাকে।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন কত তা গ্রেড অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে। বর্তমান শিক্ষিত তরুণ প্রজন্মের মধ্যে সব থেকে সরকারি চাকরি পাওয়ার আকাঙ্খা বেশি লক্ষ্য করা যায়। খাদ্য অধিদপ্তরে সহকারী উপ খাদ্য পরিদর্শক পদের চাকরি একটি মানসম্মত এবং সরকারি চাকরি হওয়ায় উক্ত পদের চাহিদা পূর্বের তুলনায় অনেক বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top