বিএসসি ইঞ্জিনিয়ারদের বেতন কত

বাংলাদেশে শিক্ষিত বেকার বৃদ্ধির পাশাপাশি চাকরির প্রতিযোগিতা ও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর হাজার হাজার বি এস সি ইঞ্জিনিয়ার বের হচ্ছে। যার ফলে বি এস সি ইঞ্জিনিয়ারদেরও চাকরি পাওয়া তুলনামূলক কঠিন। বর্তমান বাংলাদেশ ২০ টি গ্রেড অনুযায়ী বি এস সি ইঞ্জিনিয়ারদের বেতন প্রদান করা হয়।সরকারি এবং বেসরকারি প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে এই ২০ টি গ্রেড অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হয়।

একজন বি এস সি ইঞ্জিনিয়ার মূলত বেতন স্কেলের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে থাকে। গ্রেড অনুযায়ী একজন বি এস সি ইঞ্জিনিয়ার এর ন্যূনতম মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ১৬ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৫৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বেসরকারি চাকরির ক্ষেত্রে এই বেতন কম বেশি হতে পারে। কেননা বেসরকারি প্রতিষ্ঠান গুলো মালিকাধীন হওয়ায় নিজ ইচ্ছা অনুযায়ী বেতন প্রদান করতে পারে।

বিএসসি ইঞ্জিনিয়ারদের বেতন কত

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি প্রতিষ্ঠানে বি এস সি ইঞ্জিনিয়ারদের অধিক টাকা বেতন দেওয়া হয়। তবে সরকারি প্রতিষ্ঠানে বাৎসরিক এবং মাসিক বিভিন্ন ভাতা ও বোনাস দেওয়া হয় যা বেসরকারি প্রতিষ্ঠানে পাওয়া যায় না। একজন বি এস সি ইঞ্জিনিয়ার সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে প্রতি মাসে ৯ তম এবং ১০ তম গ্রেড অনুযায়ী বেতন ভাতা পেয়ে থাকে।

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের একজন বি এস সি ইঞ্জিনিয়ারের মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ১৬ হাজার টাকা থেকে ২২ হাজার টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ বেতন ন্যূনতম প্রায় ৩৮,৬৪০ টাকা থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত হয়ে থাকে। অপরদিকে বেসরকারি প্রতিষ্ঠানের একজন বি এস সি ইঞ্জিনিয়ার প্রতি মাসে সর্বনিম্ন প্রায় ২৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।

বি এস সি ইঞ্জিনিয়ারদের সরকারি চাকরির বেতন কত

বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরির চাহিদা আকাশ ছোঁয়া ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবুও বাংলাদেশের শিক্ষিত তরুণ প্রজন্ম শত বাধা অতিক্রম করে সরকারি চাকরি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বি এস সি ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। তবে চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি চাকরির জন্য আবেদন করে থাকে।

বাংলাদেশ সরকার ২০১৫ সালে একটি বেতন স্কেল পাস করে। এ বেতন স্কেল অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বি এস সি ইঞ্জিনিয়ারদের ১০ তম গ্রেডের বেতন ভাতা প্রদান করা হয়। ১০ তম গ্রেড অনুযায়ীএকজন বি এস সি ইঞ্জিনিয়ার এর শুরুর বেতন ১৬ হাজার টাকা দেওয়া হয়।বি এস সি ইঞ্জিনিয়ার এর এই বেতন এক সময় পর সর্বোচ্চ প্রায় ৩৮,৬৪০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

বি এস সি ইঞ্জিনিয়ারদের বেসরকারি চাকরির বেতন কত

বর্তমানে সরকারি চাকরি পাওয়া অনেক কঠিন হওয়ায় বেসরকারি চাকরির চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে। সরকারি চাকরির পদ সংখ্যার তুলনায় চাকরি প্রার্থীর সংখ্যা কয়েক গুণ বেশি হয়ে থাকে। সরকারি চাকরির ক্ষেত্রে একটি সিটের পরিবর্তে শত শত মানুষ লড়াই করে থাকে। যার ফলে বর্তমান শিক্ষিত তরুণ সমাজ বেসরকারি চাকরির দিকে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশের উচ্চ ডিগ্রী গুলোর মধ্যে বি এস সি ইঞ্জিনিয়ারিং অন্যতম। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বি এস সি ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। বেতন স্কেলের উচ্চ শ্রেণীর গ্রেড অনুযায়ী এসব ইঞ্জিনিয়ারদের বেতন প্রদান করা হয়। বেসরকারি প্রতিষ্ঠানে একজন বি এস সি ইঞ্জিনিয়ার এর ন্যূনতম মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ১৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৫৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

বি এস সি সিভিল ইঞ্জিনিয়ারদের বেতন কত

বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ার এর প্রচুর চাহিদা রয়েছে। কেননা বাংলাদেশে প্রতিনিয়ত অসংখ্য মালিকাধীন বিল্ডিং তৈরি করা হচ্ছে। এসব বিল্ডিং তৈরি করতে একজন সিভিল ইঞ্জিনিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া সরকারি রাস্তা ও ব্রিজ এবং বিভিন্ন অফিস তৈরি করতে সিভিল ইঞ্জিনিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।

একজন বি এস সি সিভিল ইঞ্জিনিয়ার বেসরকারি এবং সরকারি উভয় চাকরি করতে পারে। সরকারি চাকরির ক্ষেত্রে একজন সিভিল ইঞ্জিনিয়ার এর ন্যূনতম মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ২২ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৫৩,০৬০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া বেসরকারি ক্ষেত্রে একজন সিভিল ইঞ্জিনিয়ার এর ন্যূনতম মাসিক ইনকাম সর্বনিম্ন আনুমানিক প্রায় ২০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

বিদ্যুৎ বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারদের বেতন কত

বিদ্যুৎ আমাদের জীবন যাত্রার মান উন্নয়নের এক অন্যতম উপাদান। বিদ্যুৎ ছাড়া বাংলাদেশ সহ বিশ্বের উন্নত রাষ্ট্র গুলো এক মুহূর্ত চলতে পারবে না। কেননা চলার পথে ছোট থেকে বড় প্রায় অধিকাংশ যন্ত্রাংশ বিদ্যুতের সাহায্যে চলে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতি বছর বি এস সি ইঞ্জিনিয়ারদের নির্দিষ্ট কিছু পদে চাকরির সুযোগ দিয়ে থাকে।

বি এস সি ইঞ্জিনিয়ারদের বিদ্যুৎ বিভাগে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ বাংলাদেশ সরকার দ্বারা অনুমোদিত বেতন স্কেলের ৯ তম গ্রেড অনুযায়ী বি এস সি ইঞ্জিনিয়ারদের বেতন দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগে একজন বি এস সি ইঞ্জিনিয়ারের ন্যূনতম মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ২২ হাজার টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন ন্যূনতম ৫৩,০৬০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ইইই ইঞ্জিনিয়ারদের বেতন

বাংলাদেশ সরকার দ্বারা অনুমোদিত বেতন স্কেলের ৮ তম এবং ৯ ইইই ইঞ্জিনিয়ারদের বেতন ভাতা প্রদান করা হয়। অর্থাৎ একজন ইইই ইঞ্জিনিয়ার মূলত প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে গণ্য হয়। একজন ইইই ইঞ্জিনিয়ারের সর্বনিম্ন বেতন প্রায় ২২হাজার টাকা থেকে ২৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া ইইই ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ মাসিক বেতন ৫৩ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৫৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

বাংলাদেশ সরকার ২০১৫ সালে সকল পর্যায়ের কর্মকর্তাদের জন্য একটি বেতন স্কেল নির্ধারণ করে দিয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন চাকরিজীবীর বেতন থেকে শুরু করে অবস্থান, ক্ষমতা, দায়িত্ব ও অন্যান্য সকল সুযোগ সুবিধা সমূহ এই গ্রেডের ভিত্তিতেই বিবেচনা করা হয়। বি এস সি ইঞ্জিনিয়ারদের বেতন নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কেননা বি এস সি ইঞ্জিনিয়ারদের বেতনও এই গ্রেড অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *