হাই স্কুলের পিয়নের বেতন কত টাকা ২০২৪

একজন স্কুলের টিচার হওয়ার জন্য প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়। তবে একজন অফিস সহায়ক পদপ্রার্থী কে বেশি পড়াশোনা করতে হয় না। বর্তমানে সরকারি হাই স্কুলের অফিস সহায়ক অর্থাৎ পিয়ন স্কুলের অফিসিয়াল কাজে সাহায্য করে থাকে।একজন অফিস সহায়ক এর বা পিয়নের সর্বসাকুল্যে ন্যূনতম মাসিক বেতন ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০০,১০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

একজন সরকারি হাই স্কুলের অফিস সহায়ক বা পিয়ন পদপ্রার্থী মূলত ২০ তম গ্রেডের বেতন পেয়ে থাকে। বলা যায় একজন হাই স্কুলের অফিস সহায়ক বা পিয়ন চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হিসেবে অফিস সহায়ক পদে জয়েন করে থাকে। বর্তমানে হাই স্কুলের অফিস সহায়ক বা পিয়ন পদে চাকরি পাওয়ার জন্য অনেকেই ঘুষের মত জঘন্য অপরাধে লিপ্ত হচ্ছে।

হাই স্কুলের পিয়নের কাজ কি

সরকারি হাই স্কুলের পিয়ন বা অফিস সহায়কের প্রধান দায়িত্ব অফিসের কাগজপত্র স্থানান্তরের কাজে সাহায্য করা। স্কুলের নোটিশ প্রতিটি ক্লাসরুমের অবস্থানরত শিক্ষকের নিকট পৌঁছে দেওয়া। এছাড়া স্কুলের অফিসিয়াল কাগজপত্র কোন জায়গায় পৌঁছানোর প্রয়োজন পড়লে অফিস সহায়ক ঐ কাগজপত্র পৌঁছানোর দায়িত্ব পালন করে থাকে।

হাই স্কুলের পিয়নের বেতন কত

বাংলাদেশের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানেই শ্রেণী অথবা গ্রেড অনুযায়ী বেতন প্রদান করা হয়। গ্রেড অনুযায়ী একজন চাকরিজীবীর বেতন ও ভাতা কোন পর্যায়ে আছে তা বোঝা যায়। একজন হাই স্কুলের অফিস সহায়ক বা পিয়ন পদ প্রার্থী চতুর্থ পর্যায়ে অর্থাৎ ২০ তম গ্রেড অনুযায়ী প্রতি মাসে ন্যূনতম ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।

হাই স্কুলের পিয়নের বেতন স্কেল

স্কুলের একজন পিয়ন ২০ তম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী বেতন পায় এবং প্রতি বছর এর বেতন স্কেল অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বেতন বৃদ্ধি করা হয়। ২০ তম গ্রেডের বেতন স্কেলে সর্বোচ্চ বেতন ২০০,১০ টাকা। সর্বোচ্চ বেতন ২০০,১০ টাকা হওয়ার পর আর কোন ইনক্রিমেন্ট হবে না।

৮২৫০ – ৮৬৭০- ৯১১০- ৯৫৭০- ১০০৫০- ১০৫৬০- ১১০৯০ – ১১৬৫০- ১২২৪০- ১২৮৬০- ১৩৫১০ -১৪১৯০- ১৪৯০০- ১৫৬৫০- ১৬৪৪০- ১৭২৭০ – ১৮১৪০ – ১৯০৫০- ২০০১০

হাই স্কুলের পিয়নের ভাতা কত টাকা

স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তার ন্যায় পিয়ন বা অফিস সহায়ক প্রতি মাসে বেতনের সাথে কয়েক ক্যাটাগরির ভাতা পেয়ে থাকে। মাসিক ভাতা সমূহের মধ্যে মূল বেতনের ৬৫% হারে ৫৬০০ টাকা বাড়ি ভাড়া ভাতা সহ ১৫০০ টাকা মাসিক চিকিৎসা ভাতা পেয়ে থাকে। এছাড়া মাসিক যাতায়াত ভাড়া ৩০০ টাকা সহ মাসিক টিফিন ভাতা ২০০ টাকা এবং মাসিক অন্যান্য ভাতা বাবদ ১০০ টাকা পেয়ে থাকে।

হাই স্কুলের পিয়নের শিক্ষা সহায়ক ভাতা কত টাকা

এমপি ভুক্ত হাই স্কুলের অফিস সহায়ক বা পিয়ন পদের চাকরিতে প্রতি মাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিক্ষা সহায়ক ভাতা প্রদান করা হয়। পিয়ন পোস্টের কর্মকর্তার একটি সন্তানের জন্য ৫০০ টাকা হারে ১ হাজার টাকা দুই সন্তানের জন্য প্রধান করা হয়। দুই সন্তানের অধিক সন্তান থাকলে ৫০০ টাকা হারে কেবলমাত্র দুই সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পাবে।

হাই স্কুলের পিয়নের বোনাস কত টাকা

একজন সরকারি হাই স্কুলের পিয়ন মূল বেতনের সাথে বাৎসরিক ও মাসিক বোনাস পেয়ে থাকে। একজন হাই স্কুলের অফিস সহায়ক বা পিয়নের বোনাস মূল বেতনের থেকে বেশি হয়ে থাকে। একজন পিয়ন প্রতি বছর মুসলমানদের প্রধান ২ টি ধর্মীয় উৎসবের জন্য ২ বার ৮,২৫০ টাকা করে সর্বমোট ১৬,৫০০ টাকা বোনাস পায়। এছাড়া বৈশাখী বোনাস মূল বেতন অনুযায়ী ২০% হারে ১,৬৫০ টাকা বোনাস পেয়ে থাকে।

হাই স্কুলের পিয়নের শিক্ষাগত যোগ্যতা

বাংলাদেশে চাকরির বাজার বর্তমানে খুবই খারাপ। বাংলাদেশের লাখো শিক্ষিত যুবক যুবতী বেকারত্বের বোঝা মাথায় নিয়ে ঘুরছে। চাকরির যোগ্যতা থাকলেও সাধ্যমত মিলছে না চাকরি। যার ফলে অনেকেই সরকারি স্কুলের অফিস সহায়ক পদে চাকরি করার পরিকল্পনা করছে। সরকারি হাই স্কুলের অফিস সহায়ক অর্থাৎ পিয়ন পদে চাকরি পেতে ন্যূনতম এস এস সি ও এইচ এস সি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

হাই স্কুলের পিয়ন কত টাকা পেনশন পাবে

স্কুলের শিক্ষকের ন্যায় অফিস সহায়ক বা পিয়নের বেতন স্কেল একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি করা হয়। একজন অফিস সহায়ক এর মূল বেতন প্রতি বছর ৫% হারে বৃদ্ধি পেয়ে থাকে। যদি কোন অফিস সহায়ক ৩০ বছর স্কুলে পিয়নের দায়িত্ব পালন করে তাহলে ৩০ বছর পর তার মূল বেতন হবে ৩৫,৬৫৬ টাকা। ১৮ মাসের ঐচ্ছিক ছুটি বিক্রির পর ন্যূনতম ৪০ লাখ টাকা থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত একজন অফিস সহায়ক পেনশন পেয়ে থাকবেন।

বাংলাদেশে সরকারি চাকরি পাওয়ার প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যার ফলে অনেক উচ্চ শিক্ষিত তরুণ তরুণী অফিস সহায়ক বা পিয়ন পদে চাকরির জন্য চেষ্টা চালাচ্ছে। যার ফলশ্রুতিতে পূর্বের তুলনায় বর্তমানে অফিস সহায়ক পদে চাকরির চাহিদা অনেক গুনে বৃদ্ধি পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top