হাই স্কুলের কেরানির বেতন কত ২০২৪

সরকারি বেতন স্কেল মোতাবেক হাইস্কুলের কেরানীদের বেতন কাঠামো তৈরি করা হয়ে থাকে। তবে বেসরকারি প্রতিষ্ঠান ভেদে এই বেতন কম বা বেশি হতে পারে। এমপিও ভুক্ত একজন কেরানী বা অফিস সহায়ক সরকারি এবং বেসরকারি মিলে সর্বমোট  ৮২৫০ টাকা মূল বেতন পেয়ে থাকে। এছাড়াও তারা বাড়ি ভাড়া বাবদ এবং চিকিৎসা বাবদ এর সাথে বছরে উৎসব ভাতাও পেয়ে থাকেন।

অনেকেই বিভিন্ন হাইস্কুলে কেরানির পদে চাকরির অফার হয়ে থাকেন। যার কারণে চাকরিতে যোগদানের পূর্বে তারা বেতন সম্পর্কে ধারণা নিতে চায়। তাদের জন্য এই পোষ্টের মাধ্যমে একজন স্কুলের কেরানির বেতন কত টাকা, কেরানী হতে গেলে কি কি যোগ্যতা থাকা আবশ্যক এছাড়াও হাইস্কুলের একজন কেরানির কাজ কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

হাই স্কুলের কেরানির বেতন কত ২০২৪

মাধ্যমিক স্তরের সকল স্কুল এই একজন অফিস ক্লার্ক বা কেরানি নিয়োগ করা হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের অফিসের বিভিন্ন ধরনের কাজের উদ্দেশ্যেই এই পদ তৈরি করা হয়েছে। প্রধান শিক্ষকের বিভিন্ন জরুরী অফিসিয়াল কাজের সহযোগিতা করার জন্য একজন কেরানী কাজ করে থাকে। এ সকল কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিদ্যালয়ের বিভিন্ন রেকর্ড ফাইল তৈরি করা। এর পাশাপাশি বিভিন্ন নথিপত্র টাইপ করা, শিক্ষার্থীদের ভর্তি সহ আরও কাজে নিয়োজিত থাকে।

একজন হাই স্কুলের কেরানি মূল বেতন হিসেবে প্রতি মাসে ৮২৫০ টাকা পেয়ে থাকেন। এর বাহিরেও তারা প্রতি মাসে বাসস্থান বাবদ ও চিকিৎসা বাবদ দুইটি ভাতা পেয়ে থাকে। ইতোমধ্যেই আমরা জেনেছি যে হাই স্কুলের একজন কেরানী বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা ও চিকিৎসা বাবদ প্রতি মাসে ৫০০ টাকা পেয়ে থাকেন। এছাড়াও দুইটি ঈদ ও পহেলা বৈশাখে তারা স্পেশাল কিছু বোনাস পেয়ে থাকেন।

হাই স্কুলের কেরানির যোগ্যতা

কোন একটি হাই স্কুলের কেরানী হতে গেলে প্রার্থীকে সর্বনিম্ন এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাস হতে হবে। এছাড়াও শারীরিকভাবে সুস্থ প্রার্থীদের কে কেরানী হিসেবে বাছাই করা হয়ে থাকে। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিকভাবে সুস্থ থাকলেই কেরানী হওয়া যায় না। অবশ্যই সরকার কর্তৃক বিধিমালা অনুসরণ করার মাধ্যমে নির্দিষ্ট নিয়মে হাইস্কুলের কেরানী হওয়া যায়। তবে সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

বেসরকারি হাই স্কুলের কেরানির বেতন কত

সরকারি সকল কর্মচারীগণ মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এই দিক থেকে বেসরকারি স্কুলের কেরানিগন তুলনামূলক কিছুটা সুবিধা কম পায়। তবুও অনেকটাই সরকারি স্কুলের কেরানিদের বেতন কাঠামোর মতই। মূল বেতন ৮২৫০ টাকা পাওয়ার পাশাপাশি তারা প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ ১ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা পেয়ে থাকেন। এছাড়াও প্রতি বছর তারা মূল বেতনের ৫০% হারে ২ টি উৎসব ভাতা পেয়ে থাকেন।

হাই স্কুলের কেরানির কাজ কি

কেরানিকে আর এক ভাষায় অফিস ক্লার্ক বলা হয়ে থাকে। এই পদের কাজ হচ্ছে অফিসের বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত থাকা। যেমন প্রয়োজনীয় সকল ধরনের কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করে রাখা, নথিপত্র টাইপ করা, ফোন কলের উত্তর দেওয়া এবং সকল ধরনের রেকর্ড ফাইল তৈরি করা। এর বাহিরেও একজন হাই স্কুলের কেরানির ওপর আরো বেশ কিছু দায়িত্ব অর্পণ করা হয়ে থাকে। এটি প্রতিষ্ঠান প্রধান করতে অর্পণ করা হয়। সুতরাং যোগদানের পূর্বে একজন স্কুলের কেরানির কি কি কাজ করতে হয় তা জেনে নিন।

আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি হাই স্কুলের কেরানির যোগ্যতা কি তাদেরকে বিদ্যালয় কি কি কাজ করতে হয় এবং তারা সরকার হতে প্রতি মাসে মোট কত টাকা বেতন পায় তা জানতে পেরেছেন। এখানে শেয়ার কৃত তথ্যগুলো আমরা অনলাইন থেকে সংগ্রহ করেছি। তাই তথ্যগুলোতে যদি কোন ভুল থেকে থাকে তাহলে দয়া করে আমাদেরকে জানাবেন। আজকের এই সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top