পুলিশ কনস্টেবল এর বেতন কত

পুলিশ বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী হিসেবে সকলের নিকট অধিক পরিচিত। এছাড়া পুলিশকে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা প্রদানকারী বাহিনী হিসেবে উল্লেখ করা হয়।

সকলেই বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরির সুযোগ পায় না। বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি পেতে বিভিন্ন শর্ত পূরণ এবং বিশেষ যোগ্যতার প্রমাণ দিতে হয়।

বর্তমান শিক্ষিত তরুণ প্রজন্মের অনেকের মধ্যে পুলিশ কনস্টেবল পদে চাকরি করার স্বপ্ন রয়েছে। পুলিশ কনস্টেবল এর বেতন কত জানা থাকলে কনস্টেবল পদে আবেদন করা উচিত হবে কিনা সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।

বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদের মাসিক বেতন ৯ হাজার টাকা প্রদান করা হয়। উক্ত বেতনে বাৎসরিক ইনক্রিমেন্টের সুযোগ রয়েছে।

পুলিশ কনস্টেবল এর বেতন কত

বাংলাদেশ পুলিশ মূলত রাষ্ট্র কর্তৃক ক্ষমতা প্রাপ্ত আইন কার্যকর এবং সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর পদ গুলোর মধ্যে কনস্টেবল একটি।

বর্তমানে পুলিশ বাহিনীর একজন কনস্টেবলের চাকরি শুরুর বেতন ৯ হাজার টাকা এবং সর্বশেষ বেতন ২১,৮০০ টাকা প্রদান করা হয়ে থাকে।

পুলিশ কনস্টেবল কত তম গ্রেড

বাংলাদেশ পুলিশ বাহিনী সহ সকল সরকারি বাহিনীতে গ্রেড অনুযায়ী বেতন প্রদান করা হয়ে থাকে। গ্রেড অনুযায়ী প্রত্যেকটি কর্মকর্তার চাকরির ধরন, ক্ষমতা এবং অবস্থান নির্ণয় করা হয়।

একজন পুলিশ কনস্টেবল ১৭ তম গ্রেড অনুযায়ী বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকে। অর্থাৎ একজন পুলিশ কনস্টেবল মূলত ৪র্থ শ্রেণীর কর্মকর্তা হিসেবে গণ্য হবে।

পুলিশ কনস্টেবল কত টাকা ভাতা পায়

বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে মাসিক মূল বেতন কম হলেও বিভিন্ন ভাতা ও রেশম সহ অসংখ্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে।

একজন কনস্টেবল মূল বেতন অনুযায়ী ৫০% হারে বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকে। অর্থাৎ একজন পুলিশ কনস্টেবল চাকরির শুরুতে ৯ হাজার টাকা মূল বেতন অনুযায়ী ৪৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকে।

এছাড়া একজন পুলিশ কনস্টেবল প্রতি মাসে চিকিৎসা ভাতা হিসেবে ১৫০০ টাকা এবং অস্ত্র ভাতা ১০০ টাকা ও টিফিন ভাতা ২০০ টাকা এছাড়া ঝুঁকি ভাতা হিসেবে ১৫০০ টাকা মিলিয়ে সর্ব মোট ৭,৮০০ টাকা ভাতা পেয়ে থাকে।

পুলিশ কনস্টেবল শিক্ষা সহায়ক ভাতা কত টাকা পায়

বাংলাদেশ পুলিশ বাহিনীর অন্যান্য পদের ন্যায় কনস্টেবল পদে কর্মরত কর্মকর্তাদের শিক্ষা সহায়ক ভাতা প্রদান করা হয়।

একজন পুলিশ কনস্টেবল প্রতি সন্তানের জন্য ৫০০ টাকা হিসেবে দুই সন্তানের জন্য ১০০০ টাকা শিক্ষা সহায়ক ভাতা পায়। তবে দুইয়ের অধিক সন্তান থাকলে শিক্ষা সহায়ক ভাতা কেবলমাত্র দুই সন্তানের জন্য প্রযোজ্য হবে।

পুলিশ কনস্টেবল পদে চাকরির যোগ্যতা

বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদ নিম্ন শ্রেণীর হওয়ায় উচ্চ ডিগ্রীর প্রয়োজন হয় না। মাধ্যমিক অর্থাৎ এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করা যায়।

তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু বিশেষ যোগ্যতা যেমন উচ্চতা, ওজন ও শারীরিক ক্ষমতা থাকতে হবে। পুলিশ বাহিনীর চাকরির মাঠে উত্তর যোগ্যতার প্রমাণ যাচাই করা হবে।

পুলিশ কনস্টেবল পদের পদোন্নতি

বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদের পদোন্নতি খুবই সীমিত। একজন পুলিশ কনস্টেবল চাকরিতে জয়েন করার ৩ বছর পূর্ণ হলে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

একজন পুলিশ কনস্টেবল যোগ্যতা সম্পন্ন হলে এবং পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হলে এস আই ও ইন্সপেক্টর পদে পদোন্নতি পেতে পারে।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সরকারি ভাবে নিয়োগ প্রদান করা হয়ে থাকে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি পাওয়া অনেক কঠিন। তবে মুক্তিযোদ্ধা কোটা থাকলে পুলিশ কনস্টেবল পদের চাকরিতে অগ্রাধিকার দেওয়া হয়। তবে বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে চাকরি পেতে অনেক পরিশ্রম করতে হয়। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top