You are currently viewing প্রধানমন্ত্রীর বেতন কত ২০২৪

প্রধানমন্ত্রীর বেতন কত ২০২৪

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিনি চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অধিক আসনে জয় লাভের মধ্য দিয়ে আওয়ামীলীগ বাংলাদেশের সরকার গঠনের সুযোগ পেয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কত তা প্রত্যেকটি নাগরিকের জানা থাকা উচিত। সরকারি ভাবে মন্ত্রী পরিষদের প্রধান মন্ত্রী কে মাসিক বেতন সহ বিভিন্ন ভাতা প্রদান করা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন ১ লক্ষ্য ১৫ হাজার টাকা।

প্রধানমন্ত্রীর বেতন কত ২০২৪

প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যক্তি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা। আপনি কি জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কত অর্থাৎ শেখ হাসিনা প্রতি মাসে কত টাকা বেতন পায়?

পূর্বে ২০০৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধি করা হয়েছিল। ২০০৯ সালে বৃদ্ধি কৃত বেতন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন ছিল ৫৮ হাজার ৬০০ টাকা।

পরবর্তীতে ২০১৬ সালে ২৫ জানুয়ারি রাষ্ট্রপতির অনুরোধক্রমে সংবিধানের ৮২ অনুচ্ছেদ অনুসারে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী-উপ মন্ত্রীদের বেতন সংক্রান্ত তিনটি পৃথক বিল উপস্থাপন করেন।

দি প্রাইম মিনিস্টারস (রেম্যুনারেশন এন্ড প্রিভিলেজেস) (এমেন্ডমেন্ট) বিল ২০১৬ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ লক্ষ ১৫ হাজার টাকা করা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কত ২০২৪

সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদের প্রধান হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীগণ সম্মিলিত ভাবে মহান জাতীয় সংসদের নীতি নির্ধারণ ও কর্ম পন্থা উপস্থাপন করেন।

একজন প্রধানমন্ত্রী মাসিক বেতনের সাথে বিভিন্ন ধরনের ভাতা ও বোনাস পেয়ে থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাতা ২০১৬ সালে বৃদ্ধি করা হয়েছে।।

বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাড়িতে বসবাস করেন। যার নাম গণভবন। তবে তিনি বেসরকারি বাড়িতে অবস্থান করলে বাড়ি ভাড়া ভাতা বাবদ ১ লক্ষ টাকা পাবেন।

এছাড়া সংশোধনী বিল অনুযায়ী প্রধানমন্ত্রীর বিমান ভ্রমণের বীমার সীমা ১৪ লাখ টাকার পরিবর্তে ২৫ লাখ টাকা করা হয়েছে। বিল ২০১৬ অনুযায়ী প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

শেখ হাসিনা শিক্ষাগত যোগ্যতা

বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার শিক্ষা জীবন গ্রামের সাদামাটা স্কুল থেকেই শুরু হয়েছিল। তিনি ১৯৬৫ সালে আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৬৭ সালে বর্তমান বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরবর্তীতে তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় ডিগ্রী অর্জন করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থায় মন্ত্রিপরিষদের সদস্য নিয়োগ বা বহিষ্কার করার অধিকার রাখেন। মন্ত্রী পরিষদের অধিকাংশ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে নেওয়া হয়ে থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কত তা নিয়ে আমাদের মধ্যে নানা সংশয় রয়েছে। একজন প্রধানমন্ত্রীকে প্রতিনিয়ত বিভিন্ন ঝুঁকির মধ্য দিয়ে পার করতে হয়। তাই প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। ধন্যবাদ।

Beton Update

বেতন আপডেট হল একটি ওয়েবসাইট যা আপনাকে বিভিন্ন চাকরির বেতন সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করে। আমাদের লক্ষ্য হল চাকরিপ্রার্থীদের তাদের আদর্শ চাকরির জন্য আবেদন করার সময় অবগত সিদ্ধান্ত নিতে সাহায্য করা।আমরা বিভিন্ন উৎস থেকে বেতনের তথ্য সংগ্রহ করি, যার মধ্যে রয়েছে জনপ্রিয় চাকরির ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট, এবং সরকারি পরিসংখ্যান।

Leave a Reply