সেন্ট যোসেফ হাই স্কুল ও কলেজ ঢাকা বোর্ডের অধীনে নিয়ন্ত্রিত হয়ে থাকে।কলেজটিতে বিজ্ঞান ও মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। বর্তমানে সেন্ট যোসেফ হাই স্কুল ও কলেজে ন্যূনতম প্রায় ২,১১১ জন শিক্ষার্থী রয়েছে। কলেজটিতে শিক্ষার্থীদের বইয়ের শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রদান করার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা হয়। সেন্ট যোসেফ হাই স্কুল ও কলেজে মাধ্যমিক পর্যায়ে বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই শিক্ষাদান করা হয়।
বর্তমানে সেন্ট যোসেফ হাই স্কুল ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠানটিতে আবাসিক ও অনাবাসিক ব্যবস্থার উপর ভিত্তি করে ন্যূনতম মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে স্কুলে পরিচিত শিক্ষক অথবা কর্মকর্তা থাকলে এই খরচ কিছুটা কমানো যায়। এছাড়া সরকারি উপবৃত্তি পেলে মাসিক বেতন প্রদান করতে হয় না। তবে শিক্ষার্থীদের মধ্যে সীমিত সংখ্যক শিক্ষার্থী উপবৃত্তি সুবিধা পেয়ে থাকে।
সেন্ট যোসেফ কলেজ, ঢাকা
বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সেন্ট যোসেফ হাই স্কুল ও কলেজ বাংলাদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে একটি। সেন্ট যোসেফ হাই স্কুল ও কলেজ কে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়। সেন্ট যোসেফ কলেজটি ১৯৫৪ সালে পুরান ঢাকার নারিন্দার ১৬ মনির সড়কে প্রথম স্থাপন করা হয়।
তবে পরবর্তী ১৯৬৫ সালে ঢাকার মোহাম্মদপুরে স্থানান্তরিত হয়। ১৯৫৪ সালে ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশ সরকার সকল ইংরেজি মাধ্যম স্কুলকে বাংলা মাধ্যমে পরিবর্তনের আদেশ জারি করে। কলেজটির কলেজ শাখা থেকে প্রতিবছর নূন্যতম ৬৫০ জন থেকে ৭৫০ জন শিক্ষার্থী পাস করে বের হয়।
সেন্ট যোসেফ কলেজের মাসিক বেতন কত
বর্তমানে উন্নত পরিবেশে শিক্ষা প্রদানের জন্য সেন্ট যোসেফ কলেজ সকল শিক্ষার্থীর পছন্দের শীর্ষে রয়েছে। সেন্ট যোসেফ কলেজের মাসিক খরচ বিভিন্ন দিক বিবেচনা করে কম বেশি হয়ে থাকে। বর্তমানে সেন্ট যোসেফ কলেজের এক জন আবাসিক শিক্ষার্থীর মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
সেন্ট যোসেফ কলেজের অনাবাসিক মাসিক বেতন কত
বর্তমানে সেন্ট যোসেফ কলেজে আবাসিক অনাবাসিক দুই ভাবেই পড়াশোনা করা যায়। আবাসিক শিক্ষার্থীর পড়াশোনার খরচ তুলনামূলক বেশি হয়ে থাকে। সেন্ট যোসেফ কলেজের একজন অনাবাসিক শিক্ষার্থীর মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
সেন্ট যোসেফ কলেজের শিক্ষকদের মাসিক বেতন কত
বাংলাদেশের অন্যতম সেরা সেন্ট যোসেফ কলেজের শিক্ষক বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতন ভাতা পেয়ে থাকে। যেমন সেন্ট যোসেফ কলেজের প্রধান শিক্ষক গ্রেড ৬ অনুযায়ী সর্বনিম্ন প্রায় ৩৫,৫০০ টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৬৭,০১০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে। অপর দিকে সহকারী প্রধান শিক্ষক গ্রেড ৭ অনুযায়ী সর্বনিম্ন প্রায় ২৯ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৬৩,৪১০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।
এছাড়া সেন্ট যোসেফ কলেজে সিনিয়র ও জুনিয়র পদে বিভিন্ন শিক্ষক দায়িত্ব পালন করে থাকে। একজন সিনিয়র শিক্ষক গ্রেড ৮ অনুযায়ী সর্বনিম্ন প্রায় ২৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৫৫,৪৬০ হাজার টাকা পর্যন্ত বেতন পায়। অপর দিকে কলেজের একজন জুনিয়র শিক্ষক গ্রেড ৯ অনুযায়ী সর্বনিম্ন প্রায় ২২ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৫৩,০৬০ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।
সেন্ট যোসেফ কলেজের কর্মচারীদের মাসিক বেতন কত
একটি কলেজ পরিচালনার ক্ষেত্রে কর্মচারীদের ভূমিকা অপরিসীম। সেন্ট যোসেফ কলেজে একাধিক কর্মচারী রয়েছে যারা সরকারি গ্রেড অনুযায়ী বেতন পায়। সেন্ট যোসেফ কলেজের কর্মচারীদের কে গ্রেড ১৪ এবং গ্রেড ১৫ অনুযায়ী বেতন প্রদান করা হয়। সকল কর্মচারী বৃন্দ সরকারি গ্রেড ১৪ অনুযায়ী সর্বনিম্ন ১০,২০০ টাকা এবং সর্বোচ্চ ২৪,৬৮০ টাকা অপর দিকে গ্রেড ১৫ অনুযায়ী সর্বনিম্ন ৯,৭০০ এবং সর্বোচ্চ ২৩,৪৯০টাকা পর্যন্ত বেতন ভাতা পেয়ে থাকে।
সেন্ট যোসেফ কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি খরচ
যে বিভাগে বিজ্ঞানের সকল শাখা নিয়ে আলোচনা করা হয় সেই বিভাগকে মূলত বিজ্ঞান বিভাগ বোঝানো হয়। সেন্ট যোসেফ হাই স্কুল ও কলেজে ১৯৯৯ সালে ইংরেজি মাধ্যমে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) শাখা খোলা হয়। বর্তমানে সেন্ট যোসেফ হাইস্কুল ও কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে সর্বনিম্ন প্রায় ৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১৩ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির খরচ কত টাকা
বর্তমানে সেন্ট যোসেফ হাই স্কুল ও কলেজে ছেলে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয়। সেন্ট যোসেফ হাই স্কুল ও কলেজে বিজ্ঞান বিভাগের প্রায় ৩ গুণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হয়ে থাকে। বর্তমানে কলেজটিতে ভর্তির সুযোগ পেতে অনেক পরিশ্রম করতে হয়। সেন্ট যোসেফ হাই স্কুল ও কলেজে মানবিক ব্যবসায় শিক্ষাবিভাগে ভর্তি হতে নূন্যতম ৭ হাজার টাকা থেকে ১১ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
ব্রাদার জুড সেন্ট যোসেফ হাই স্কুল সর্বপ্রথম চারজন ছাত্রের জন্য ১৯৫৪ সালের ১৯ মার্চ পুরান ঢাকায় প্রতিষ্ঠিত করা হয়েছিল। বর্তমানে সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজে আধুনিক যন্ত্রপাতি দ্বারা অত্যন্ত উন্নত পরিবেশে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শিক্ষার প্রদান করা হয়। এছাড়া কলেজটিতে মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে আধুনিক পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয়।