সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত

সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ এবং শহর-রাষ্ট্র। সিঙ্গাপুর নামটি আসে মালয় ভাষার Singapura সিঙ্গাপুরা থেকে। বর্তমানে দেশটি অর্থনৈতিক ভাবে অনেক উন্নত।

বর্তমানে অসংখ্য বাংলাদেশি সিঙ্গাপুর প্রবাসী হিসেবে রয়েছেন এবং অনেকে নতুন করে সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা করছে। এক্ষেত্রে সিঙ্গাপুর সর্বনিম্ন বেতন কত জানা থাকলে কাজ নির্বাচন করতে সুবিধা হয়।

বর্তমানে সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন নূন্যতম প্রায় ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বড় কোম্পানি গুলোতে চাকরি করলে সর্বনিম্ন বেতন ন্যূনতম প্রায় ৪০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত

ভাগ্য পরিবর্তনের দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুরে কাজের ধরনের উপর বেতন নির্ভর করে। যেমন সিঙ্গাপুর একজন ড্রাইভার এর সর্বনিম্ন বেতন ন্যূনতম প্রায় ৪০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা হয়ে থাকে।

অপর দিকে সিঙ্গাপুর একজন ওয়ার্কার, ক্লিনার ও ডেলিভারি ভয়ের সর্বনিম্ন বেতন ন্যূনতম প্রায় ৩০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

সিঙ্গাপুর শ্রমিকদের বেতন কত

দক্ষতার উপর ভিত্তি করে সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়। বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে দক্ষতার প্রমাণ দিতে হবে।

তবে দক্ষতা ছাড়াও সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ পাওয়া যায়। সিঙ্গাপুরে একজন অদক্ষ শ্রমিকের সর্বনিম্ন বেতন নূন্যতম প্রায় ৪০ হাজার টাকা এবং দক্ষ শ্রমিকের সর্বনিম্ন বেতন ন্যূনতম প্রায় ৬০ হাজার টাকা হয়ে থাকে।

এছাড়া সিঙ্গাপুরে শ্রমিকদের ওভারটাইমের সুযোগ রয়েছে। সিঙ্গাপুরে একজন শ্রমিক ওভারটাইম সহ প্রতি মাসে সর্বনিম্ন প্রায় ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা ইনকাম করতে পারে।

সিঙ্গাপুর কাজের বেতন কত

সিঙ্গাপুরে যে কোনো কাজের বেতন তুলনামূলক বেশি হয়ে থাকে। তবে কাজের ধরন, পদ ও কোম্পানির উপর ভিত্তি করে বেতন কম বেশি হয়ে থাকে।

বর্তমানে কাজের ভিসা নিয়ে সিঙ্গাপুর গেলে প্রতি মাসে ন্যূনতম প্রায় ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায়।

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪

বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায় সিঙ্গাপুরে অধিক টাকা বেতন পাওয়া যায়। যার ফলে বাঙ্গালীদের মধ্যে সিঙ্গাপুর যাওয়ার চাহিদা পূর্বের তুলনায় বেশি দেখা যায়।

মূলত সিঙ্গাপুর যাওয়ার খরচ ভিসা তৈরি, বিমান ভাড়া ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করার খরচের উপর নির্ভর করে। বর্তমানে সিঙ্গাপুর যেতে ন্যূনতম প্রায় ৭ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা খরচ হয়ে থাকে।

সিঙ্গাপুর কোন কাজের চাহিদা বেশি

সিঙ্গাপুর সকল কাজের বেতন এবং চাহিদা সমান নয়। চাহিদা সম্পন্ন কাজে অধিক টাকা বেতন পাওয়া যায়। বর্তমানে সিঙ্গাপুর কোম্পানি কাজের চাহিদা সব থেকে বেশি।

অন্যান্য কাজের তুলনায় কোম্পানির কাজে বেশি বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। এছাড়া সিঙ্গাপুরে শ্রমিক, ড্রাইভার, আর্টিস্ট, ডেলিভারি ম্যান ও রেস্টুরেন্টে কাজের চাহিদা তুলনামূলক বেশি হয়ে থাকে।

দালালের লোভনীয় কোথায় অনেকেই মূল্যবান সম্পদ বিক্রি করে অথবা ঋণ নিয়ে ভিসা তৈরি করে থাকে। অতঃপর সিঙ্গাপুর পৌঁছে চাহিদা অনুযায়ী বেতন না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে ফিরে আসে। তাই সিঙ্গাপুর যাওয়ার ক্ষেত্রে এর সকল অসাধু দালাল থেকে সদা সতর্ক থাকতে হবে এবং সকল তথ্য জেনে সিঙ্গাপুর আসতে হবে। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top