বাংলাদেশ অসংখ্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরির সুযোগ রয়েছে। একজন সুপারভাইজার এর প্রধান দায়িত্ব হল একটি দল বা গ্রুপের দৈনন্দিন কাজ দেখাশোনা করা। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে অল্প পড়াশোনা করে সুপারভাইজার এর চাকরি পাওয়া যায়। একজন সুপারভাইজারের ন্যূনতম মাসিক মূল বেতন বেতন ১২,৫০০ টাকা থেকে ১৬ হাজার টাকা এবং মূল বেতন ও ভাতা সহ ন্যূনতম বেতন ১৬ হাজার টাকা থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
বাংলাদেশে চাকরির বাজারের পরিস্থিতি খুবই নাজেহাল। বর্তমানে সরকারি চাকরি পাওয়ার আশায় মানুষ ব্যাপক প্রতিযোগীর সম্মুখীন হয়ে বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে যোগদানের পরিকল্পনা করে থাকে। তবে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানেও সুপারভাইজার পদে চাকরির রয়েছে। সরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদের চাকরির মাসিক বেতন ১০ তম গ্রেড হারে প্রদান করা হয়।
সুপারভাইজার এর কাজ কি
একজন সুপারভাইজার এর প্রতিদিনের প্রধান কাজ হল অন্যান্য কর্মীদের উপর নজরদারি করা। একজন সুপারভাইজার মূলত কোনো প্রতিষ্ঠানে কর্মরত অপারেটর ও হেলপারের কাজ দেখাশোনা করে থাকে। অপারেটর ও হেলপারদের কাজের দিক নির্দেশনা দেওয়া সুপারভাইজার এর অন্যতম কাজ।
সুপারভাইজার এর বেতন কত
একজন সুপারভাইজার অপারেটর ও হেলপারদের বিভিন্ন হিসাব রাখার কাজে নিয়োজিত থাকে। একজন সুপারভাইজার এর চাকরি পেতে হলে অবশ্যই নিজেকে নির্দিষ্ট কাজে দক্ষ করে তুলতে হবে। একজন দক্ষ কর্মকর্তাই কেবলমাত্র সুপারভাইজার পদে চাকরির সুযোগ পায়।
একজন দক্ষ সুপারভাইজার এর মাসিক বেতন ন্যূনতম ১২,৫০০ টাকা থেকে শুরু করে ৩২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। একজন সুপারভাইজার চাকরির শুরুতে নূন্যতম ১২,৫০০ টাকা থেকে শুরু করে ১৬ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুপারভাইজার বাৎসরিক ও মাসিক বোনাস পেয়ে থাকে।
সহকারী সুপারভাইজার এর বেতন কত
সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারভাইজার এর পূর্ববর্তী পদ হিসাবে সহকারী সুপারভাইজার এর পদ রাখা হয়। সহকারী সুপারভাইজার এর পদ কেবলমাত্র কিছু সংখ্যক প্রতিষ্ঠানে রাখা হয়। একজন কর্মকর্তা সহকারী সুপারভাইজার থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পান। সহকারী সুপারভাইজার এর চাকরির শুরুতে মাসিক বেতন ন্যূনতম ১২,৫০০ টাকা থেকে শুরু করে ১৪,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
খাদ্য অধিদপ্তর নন ক্যাডেট সুপারভাইজার এর বেতন কত
খাদ্য অধিদপ্তর একটি সরকারি প্রতিষ্ঠান। যার ফলে খাদ্য অধিদপ্তরে নন ক্যাডেট সুপারভাইজার পদে চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়ার মতই দুর্লভ। তবে বাংলাদেশের শিক্ষিত তরুণ প্রজন্ম শত বাধা অতিক্রম করে খাদ্য অধিদপ্তরে নন ক্যাডেট সুপারভাইজার পদে জয়েন করে থাকে। খাদ্য অধিদপ্তরে নন ক্যাডেট সুপারভাইজার পদে দায়িত্ব পালন করা তুলনামূলক একটু কঠিন।
তবে খাদ্য অধিদপ্তরে নন ক্যাডেট সুপারভাইজার পদে চাকরি করলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। খাদ্য অধিদপ্তরে নন ক্যাডেট সুপারভাইজার পদে ১০ তম গ্রেডের বেতন ভাতা প্রদান করা হয়। একজন নন ক্যাডেট সুপারভাইজার এর মাসিক বেতন ১০ তম গ্রেড হারে ন্যূনতম ১৬ হাজার টাকা থেকে শুরু করে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
গার্মেন্টস সেক্টরে সুপারভাইজার এর বেতন কত
বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের ভূমিকা অপরিসীম। গার্মেন্টস সেক্টরে বিভিন্ন ক্যাটাগরির সুপারভাইজার এর পদ রয়েছে। যেমন জুনিয়র ও সিনিয়র সুপারভাইজার, সুইং সুপারভাইজার, ফিনিশিং সুপারভাইজার এছাড়াও কাটিং সুপারভাইজার সহ বিভিন্ন ক্যাটাগরির সুপারভাইজার এর পদ রয়েছে।
পদ অনুযায়ী সুপারভাইজার দের কাজ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন ফিনিশিং সুপারভাইজার ফিনিশিং সেক্টর দেখাশোনা করে অপরদিকে কাটিং সুপারভাইজার কাটিং সেক্টর দেখাশোনা করে। গার্মেন্টস সেক্টরে একজন সুপারভাইজার এর মাসিক বেতন ন্যূনতম ১২,৫০০ টাকা থেকে শুরু করে ১৮,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
সুপারভাইজার এর বোনাস কত টাকা
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুপারভাইজার মাসিক কোন বোনাস পায় না। তবে মুসলমানদের পবিত্র উৎসব দুটিতে বাৎসরিক বোনাস পেয়ে থাকে। অপরদিকে সরকারের প্রতিষ্ঠানে কর্মরত সুপারভাইজার বাৎসরিক ও মাসিক বোনাস পেয়ে থাকে। সরকারি প্রতিষ্ঠান কর্মরত একজন সুপারভাইজার প্রায় তার বেতনের সমপরিমাণ টাকা বোনাস পেয়ে থাকে।
একজন সুপারভাইজার চিকিৎসা ভাতা হিসেবে ন্যূনতম ১৫০০ টাকা এবং বাড়ি ভাড়া ভাতা ন্যূনতম ৯,৬০০ টাকা বোনাস পেয়ে থাকে। এছাড়া বাংলা বছরের প্রথম দিন শুভ নববর্ষ উপলক্ষে বেতন অনুযায়ী ২০% হারে বোনাস পেয়ে থাকে। এছাড়া বছরের বিভিন্ন উৎসব উপলক্ষে বোনাস দেওয়া হয়ে থাকে।
সুপারভাইজার পদে চাকরির সুবিধা
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুপারভাইজারদের তেমন কোন সুযোগ সুবিধা না থাকলেও সরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুপারভাইজারদের বিভিন্ন ভাতা ও বোনাস সহ নানা রকম সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া শুধু দেখাশোনার কাজ করায় সুপারভাইজারদের তেমন কোন কষ্ট হয় না। দীর্ঘ সময় দাঁড়িয়ে কিংবা বসে থেকে একটানা কোন কাজ করার প্রয়োজন হয় না।
সুপারভাইজার পদে চাকরির পাওয়ার যোগ্যতা কত
বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি পেতে উচ্চ ডিগ্রি অর্জন করতে হয় না। এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে যোগদান করা যায়। অপরদিকে সরকারি প্রতিষ্ঠানে সহকারী সুপারভাইজার পদে পেতে এইচএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুপারভাইজার পদে চাকরি পেতে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে।
সুপারভাইজার পদে কর্মরত কর্মকর্তার প্রধান দায়িত্ব অন্যান্য কর্মী অর্থাৎ অপারেটর ও হেলপারের কাজের হিসাব রাখা। এই হিসাবে ভুল হলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। তবে সরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পথে চাকরি করার অনেক সুযোগ সুবিধা রয়েছে।
আমার একটা সুপারভাইজার পদের জব দরকার।