You are currently viewing ১৩ গ্রেডের বেতন কত
১৩ গ্রেডের বেতন কত

১৩ গ্রেডের বেতন কত

বিশ্বের সকল উন্নত এবং অনুন্নত প্রত্যেকটি দেশেই তাদের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন ভাতা ও বাৎসরিক বোনাস প্রদান করা হয়ে থাকে।

বর্তমানে বাংলাদেশে ২০১৫ সালে পাশ হওয়া গেজেট অনুযায়ী প্রত্যেকটি সরকারি এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠানের মাসিক বেতন ভাতা ও বাৎসরিক বোনাস প্রদান করা হয়ে থাকে।

বাংলাদেশের বেতন স্কেলে সর্বমোট ২০ টি গ্রেড রয়েছে। এ গ্রেড সমূহ কে ৪ টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশে ১৩ গ্রেডের বেতন কত জানা থাকলে চাকরির ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

১৩ গ্রেডের বেতন কত

বাংলাদেশের বেতন স্কেল অনুযায়ী ১৩ তম গ্রেড মূলত তৃতীয় শ্রেণীর মধ্যম পর্যায়ের অন্তর্ভুক্ত। বর্তমানে ১৩ তম গ্রেডে প্রতি মাসে সর্বনিম্ন ১১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৬,৫৯০ টাকা বেতন প্রদান করা হয়।

১৩ তম গ্রেডের বেতন স্কেল ২০২৫

বাংলাদেশের বেতন স্কেলের নিয়ম অনুযায়ী প্রতি বছর মুল বেতন অনুযায়ী ৫% হারে ইনক্রিমেন্ট প্রদান করা হয়। ১৩ তম গ্রেডে প্রথম ইনক্রিমেন্ট পাওয়ার পর মূল বেতন ১১,৫৫০ টাকা প্রদান করা হয়।

১৩ তম গ্রেডের বেতন স্কেল- ১১০০০- ১১৫৫০- ১২১৩০- ১২৭৪০- ১৩৩৮০- ১৪০৫০- ১৪৭৬০- ১৫৫০০- ১৬২৮০- ১৭১০০- ১৭৯৬০- ১৮৮৬০- ১৯৮১০- ২০৮১০- ২১৮৬০- ২২৯৬০- ২৪১১০- ২৫৩২০- ২৬৫৯০/=

১৩ তম গ্রেডে ভাতা কত টাকা প্রদান করা হয়

বেতন স্কেলের ১৩ তম গ্রেডে মূল বেতনের সাথে বিভিন্ন ভাতা প্রদান করা হয়ে থাকে। ১৩ তম গ্রেডে মূল বেতন অনুযায়ী ৪৫% হারে বাড়ি ভাড়া ভাতা বাবদ ৫,৭৩৩ টাকা প্রদান করা হয়।

এছাড়া চিকিৎসা ভাতা বাবদ ১৫০০ টাকা এবং টিফিন ভাতা বাবদ ২০০ টাকা ও যাতায়াত ভাতা বাবদ ৩০০ টাকা হিসেবে সর্বমোট ৭,৭৩৩ টাকা ভাতা প্রদান করা হয়।

১৩ তম গ্রেডে বোনাস কত টাকা প্রদান করা হয়

বেতন স্কেলের ১৩ তম গ্রেডে সর্বমোট ৩ বার বাৎসরিক বোনাস প্রদান করা হয়। ১৩ তম গ্রেডে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে মূল বেতনের সমপরিমাণ এবং বৈশাখী বোনাস হিসাবে মূল বেতনের ২০% অনুযায়ী বাৎসরিক বোনাস প্রদান করা হয়।

১৩ তম গ্রেডে শিক্ষা সহায়ক ভাতা কত টাকা

অন্যান্য ভাতার সাথে প্রতি সন্তানের জন্য ৫০০ টাকা হারে দুই সন্তানের জন্য মোট ১০০০ টাকা শিক্ষা সহায়ক ভাতা প্রদান করা হয়। দুইয়ের অধিক সন্তান থাকলে শিক্ষা সহায়ক ভাতা কেবলমাত্র ২ সন্তানের জন্য প্রযোজ্য হবে।

১৩ তম গ্রেডের পদোন্নতি

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে ১৩ তম গ্রেডে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি খুবই সীমিত। ন্যূনতম ৩ বছর চাকরি করার পর পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবলমাত্র পদোন্নতির সুযোগ দেওয়া হবে।

১৩ তম গ্রেডে এককালীন কত টাকা প্রদান করা হয়

প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাগণ অবসরের পর এককালীন টাকা পেয়ে থাকে। গ্রেড অনুযায়ী এককালীন টাকা কম বেশি হয়ে থাকে। ১৩ তম গ্রেডে ২৭ লাখ ৫২,০৬৫ টাকা অবসরের পর এককালীন টাকা হিসেবে প্রদান করা হয়ে থাকে।

১৩ তম গ্রেডে পেনশন কত টাকা প্রদান করা হয়

চাকরি কালীন সময় ২৫ বছর হলে পেনশনের হার ৯০% প্রদান করা হয়। ১৩ তম গ্রেডে অবসরের পর পেনশন বাবদ প্রতি মাসে ১১,৯৬৫ টাকা বেতন এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা হিসেবে সর্বমোট ১৩,৪৬৫ টাকা প্রদান করা হয়।

সরকারি প্রতিষ্ঠানে ১৩ তম গ্রেডের বেতন নির্ধারিত। তবে বেসরকারি প্রতিষ্ঠানে ১৩ গ্রেডের বেতন কত তা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। বর্তমানে বাংলাদেশে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে প্রচুর প্রতিযোগী থাকায় অনেক যোগ্যতা সম্পন্ন প্রার্থী তৃতীয় শ্রেণীর চাকরি করতে বাধ্য হচ্ছে। বর্তমানে তৃতীয় শ্রেণীর চাকরি পেতে ও অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে।

Beton Update

বেতন আপডেট হল একটি ওয়েবসাইট যা আপনাকে বিভিন্ন চাকরির বেতন সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করে। আমাদের লক্ষ্য হল চাকরিপ্রার্থীদের তাদের আদর্শ চাকরির জন্য আবেদন করার সময় অবগত সিদ্ধান্ত নিতে সাহায্য করা।আমরা বিভিন্ন উৎস থেকে বেতনের তথ্য সংগ্রহ করি, যার মধ্যে রয়েছে জনপ্রিয় চাকরির ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট, এবং সরকারি পরিসংখ্যান।

Leave a Reply