অস্ট্রেলিয়া হলো ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র। ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড ও তাসমানিয়া সহ অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়া গঠিত হয়েছে।
পৃথিবীর ৬ ষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়াতে রয়েছে অসংখ্য কাজের সুযোগ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অস্ট্রেলিয়া কাজের বেতন তুলনামূলক বেশি প্রদান করা হয়ে থাকে।
বর্তমানে অস্ট্রেলিয়া বেতন কত তা কাজের ধরন অনুযায়ী কম বেশি হয়ে থাকে। বর্তমানে অস্ট্রেলিয়াতে সাধারণ কাজের জন্য নূন্যতম প্রায় ৫০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হয়।
অস্ট্রেলিয়া বেতন কত
অস্ট্রেলিয়া দক্ষতা সম্পন্ন কর্মীদের বেতন নতুন কর্মীদের তুলনায় বেশি প্রদান করা হয়ে থাকে। বর্তমানে অস্ট্রেলিয়াতে দক্ষ কর্মীদের বেতন ন্যূনতম প্রায় ৯০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকার উপরে হয়ে থাকে।
এছাড়া অস্ট্রেলিয়া তে নতুন কর্মীদের বেতন ন্যূনতম প্রায় ৮০০ অস্ট্রেলিয়ান ডলার থেকে ৯৮০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হয়ে থাকে। যা বাংলা টাকায় প্রায় ৬১ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা।
অস্ট্রেলিয়া সর্বনিম্ন বেতন কত
কাজের ধরন অনুযায়ী অস্ট্রেলিয়া সর্বনিম্ন বেতন ন্যূনতম প্রায় ৭০০ অস্ট্রেলিয়ান ডলার থেকে ৯০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হয়ে থাকে। যা বাংলা টাকায় প্রায় ৫৩ হাজার টাকা থেকে ৬৯ হাজার টাকা।
তবে কিছু মর্যাদা সম্পন্ন কাজের সর্বনিম্ন বেতন নূন্যতম প্রায় ১,২০০ অস্ট্রেলিয়ান ডলার থেকে ১,৫০০ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হয়। যা বাংলা টাকায় প্রায় ৯২ হাজার টাকা থেকে ১ লাখ ১৫ হাজার টাকা।
অস্ট্রেলিয়া যেতে খরচ কত
বর্তমানে সরকারি এবং বেসরকারি উভয় ভাবে অস্ট্রেলিয়া যাওয়া যায়। সরকারি ভাবে অস্ট্রেলিয়া যেতে ন্যূনতম প্রায় ৬ লাখ টাকা থেকে ৮ লাখ টাকা খরচ হয়ে থাকে।
এছাড়া বেসরকারি ভাবে অস্ট্রেলিয়া যেতে ন্যূনতম প্রায় ৯ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা খরচ হয়ে থাকে। তবে এজেন্সি অনুযায়ী সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
অস্ট্রেলিয়া কোন কাজের চাহিদা বেশি
বাংলাদেশি নাগরিকের জন্য অস্ট্রেলিয়া অসংখ্য চাহিদা সম্পন্ন কাজ রয়েছে। এ সকল কাজে দক্ষতা অর্জন করলে অস্ট্রেলিয়া সহজে কাজ পাওয়ার পাশাপাশি অধিক টাকা ইনকাম করা যায়। যেমন-
- ইলেকট্রিশিয়ান ও মেকানিক্যাল।
- কন্সট্রাকশন এবং ড্রাইভিং।
- রংমিস্ত্রি ও রডমিস্ত্রি।
- কৃষিকাজ এবং ক্লিনার।
- মার্কেট ও শপিং মলে চাকরি। ইত্যাদি।
শেষ কথা
অস্ট্রেলিয়া বেতন কত তা কাজের ধরণ, অভিজ্ঞতা বা দক্ষতা, অবস্থান ও শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে। তবে অস্ট্রেলিয়া অধিকাংশ কাজের ক্ষেত্রে সর্বনিম্ন এসএসসি পাসের সার্টিফিকেট থাকতে হয়। এছাড়া দক্ষতা অর্জন করে অস্ট্রেলিয়া যাওয়া উচিত। ধন্যবাদ।