ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ইসলামী রাষ্ট্র। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ব্রুনাই গিয়ে থাকে। ব্রুনাই বেতন কত তা কাজের ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে। যেমন-
ব্রুনাই সাধারণ কাজের জন্য নূন্যতম মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৭০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে কাজের দক্ষতা থাকলে বেতন বেশি প্রদান করা হয়।
বর্তমানে ব্রুনাই সাধারণ কাজের ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন কর্মীদের মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ৬০ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হয়ে থাকে।
ব্রুনাই বেতন কত
ব্রুনাই অর্থনৈতিকভাবে উন্নতশীল একটি দেশ। বর্তমানে ব্রুনাইয়ের অর্থনীতির মূল ভিত্তি হল তেল এবং প্রাকৃতিক গ্যাস খাত, যা দেশটির মোট জিডিপির প্রায় ৯০ শতাংশ।
বর্তমানে ব্রুনাই কাজের বেতন সর্বনিম্ন প্রায় ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা হয়ে থাকে। তবে নিয়মিত ওভারটাইম করলে ব্রুনাই সর্বনিম্ন প্রায় ৮০ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৯০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায়।
ব্রুনাই সর্বনিম্ন বেতন কত
বর্তমানে ব্রুনাই কাজের ক্যাটাগরি অনুযায়ী সর্বনিম্ন বেতন ন্যূনতম প্রায় ৪০ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৭০ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হয়ে থাকে।
তবে ব্রুনাই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন নূন্যতম প্রায় ৭০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
ব্রুনাই শ্রমিকদের বেতন কত
ব্রুনাই পর্যাপ্ত শ্রমিক না থাকায় শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে ব্রুনাই একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন নূন্যতম প্রায় ৬০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
তবে ব্রুনাই দক্ষ শ্রমিকদের বেতন তুলনামূলক বেশি। ব্রুনাই একজন দক্ষ শ্রমিকের বেতন সর্বনিম্ন প্রায় ৭০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১ লাখ টাকার উপরে হয়ে থাকে।
ব্রুনাই যেতে কত টাকা লাগে
বর্তমানে ব্রুনাই নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং শিক্ষা সুবিধা পেয়ে থাকে। এছাড়া, ব্রুনাইয়ের জীবনযাত্রার অনেক উন্নত। যার ফলে অনেকে কাজের পাশাপাশি বসবাসের জন্য ব্রুনাই গিয়ে থাকে।
ব্রুনাই যাওয়ার খরচ ভিসা এবং বিমানের ক্যাটাগরির উপর নির্ভর করে। বর্তমানে ব্রুনাই যেতে সর্বনিম্ন প্রায় ৯ লাখ টাকা থেকে সর্বোচ্চ প্রায় ১২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
তবে সরকারি ভাবে অল্প খরচে ব্রুনাই যাওয়া যায়। সরকারি ভাবে ব্রুনাই যেতে সর্বনিম্ন প্রায় ৬ লাখ টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি
বর্তমানে ব্রুনাই তেল এবং গ্যাস খাতে কাজের চাহিদা সব থেকে বেশি। তবে অন্যান্য কাজের মধ্যে হোটেল বা রেস্টুরেন্টে চাকরি, ফ্যাক্টরি বা গার্মেন্টসে চাকরি, কৃষি কাজ, ড্রাইভার এবং নির্মাণ শ্রমিকের চাহিদা তুলনামূলক বেশি হয়ে থাকে।
শেষ কথা
ব্রুনাই কাজের বেতন কত টাকা দাম মূলত কাজের ক্যাটাগরি, অভিজ্ঞতা বা দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা এবং দেশটিতে অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকে। বর্তমানে ব্রুনাই কাজের জন্য নিরাপদ এবং ঝুঁকিমুক্ত একটি দেশ। তবে ব্রুনাই অধিক টাকা ইনকাম করতে হলে অবশ্যই চাহিদা সম্পন্ন কাজে দক্ষতা অর্জন করে যেতে হবে। ধন্যবাদ।