সাব রেজিস্ট্রার এর বেতন কত ২০২৪

একজন ব্যক্তির চাকরি হচ্ছে সমাজে তার ভূমিকা। বর্তমান সময়ে ব্যক্তিকে কতটুকু মূল্যায়ন করা হবে তা তার চাকরি ও অবস্থানের উপর নির্ভর করে। বাংলাদেশে সরকারি চাকরি পাওয়া বর্তমানে সোনার হরিণ পাওয়ার মতো দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সাব রেজিস্টার পদে ৯ তম গ্রেডে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ন্যূনতম ৪৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।

সরকারি চাকরি গুলোর মধ্যে সাব রেজিস্ট্রার চাকরির পদ বর্তমান সময়োপযোগী একটি পদ। সাব রেজিস্টার পদে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সুপারিশের ভিত্তিতে আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন অধিদফতরের অধীনে তাদের নিয়োগ দেয়া হয়। সাব রেজিস্টার পদের পদোন্নতি খুবই সীমিত। সাব রেজিস্টার পদের পদোন্নতি হয় না বললেই চলে।

সাব রেজিস্ট্রার এর কাজ কি

একজন সাব রেজিস্টারের প্রধান কাজ হল নিবন্ধন জনিত সকল কার্যক্রম দেখাশোনা করা। সকল নিবন্ধন সংক্রান্ত কাগজপত্রে সাব রেজিস্টার এর স্বাক্ষর থাকা জরুরী। এছাড়া একজন সাব রেজিস্টার নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র সঠিক ও নির্ভুল আছে কিনা তা যাচাই বাছাই করে থাকে।

সাব রেজিস্ট্রার কত তম গ্রেড

একজন সাব রেজিস্টার ফাস্ট ক্লাস নন ক্যাডেট হিসেবে যোগদান করে। একজন সাব রেজিস্টার প্রতিমাসে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ৯ তম গ্রেড অনুযায়ী বেতন পেয়ে থাকে। পরবর্তীতে তারা সাব রেজিস্টার পদ থেকে রেজিস্টার পদে পদোন্নতি পেলে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ৫ তম গ্রেড অনুযায়ী বেতন পাবে।

সাব রেজিস্ট্রার এর বেতন কত

সাব রেজিস্টারের পদে চাকরি একটি মানসম্মত ও মানানসই চাকরি। সাব রেজিস্টারের পদে চাকরি করার চাহিদা অনেক শিক্ষিত তরুণ প্রজন্মের মধ্যে দেখা যায়। একজন সাব রেজিস্টার এর বেতন ৯ তম গ্রেড অনুযায়ী ন্যূনতম ২২ হাজার টাকা থেকে ৫৩,০৬০ টাকা। পরবর্তীতে পদোন্নতি পেয়ে রেজিস্টার পদে ৫ তম গ্রেড অনুযায়ী প্রতি মাসে ন্যূনতম ৪৩০০০ টাকা থেকে শুরু করে ৬৯৮৫০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।

শিক্ষা মন্ত্রণালয়ের সাব রেজিস্টারের বেতন কত

শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সংক্রান্ত নিবন্ধন, দলিল, শিক্ষা প্রতিষ্ঠান সনদ, পরীক্ষার দলিল ইত্যাদি নিবন্ধনের কাজে শিক্ষা মন্ত্রণালয়ের সাব রেজিস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন সাব রেজিস্টারের মাসিক বেতন নূন্যতম ৩২ হাজার টাকা থেকে শুরু করে ৩৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

উপজেলা ভূমি সাব রেজিস্টার এর বেতন কত

উপজেলা ভূমি অফিসে মূলত ভূমি সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করা হয়। ভূমি ক্রয় বিক্রয, জমির মালিকদের পরিচয় ও দলিল নিবন্ধনের ক্ষেত্রেও সাব রেজিস্টার সহযোগিতা করেন। উপজেলা ভূমি অফিস থেকে ভূমি সংক্রান্ত কাগজপত্র সাব রেজিস্টারের সিল স্বাক্ষর ছাড়া পাস হবে না। একজন উপজেলা ভূমি রেজিস্টারের বেতন ন্যূনতম ৪০ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

কোর্ট সাব রেজিস্টার এর বেতন কত

কোর্ট সহকারী রেজিস্টার অথবা সাব রেজিস্টারের প্রধান কাজ আদালতের দৈনন্দিন সকল কার্যক্রম পরিচালনার করা। সাব রেজিস্টার পত্রে একটি প্রশাসনিক পদ, যা মহানগর দায়রা জজ আদালত, জেলা ও দায়রা জজ আদালত এবং বিশেষ আদালতে বিদ্যমান। কোর্ট সাব রেজিস্টার এর পদটি মূলত ১০ তম গ্রেডের হয়ে থাকে।

বাংলাদেশ সরকারের ২০২৪ সালের বেতন স্কেল অনুযায়ী কোর্ট সাব রেজিস্টার এর মাসিক বেতন ন্যূনতম ১৬ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৮,৬৪০ টাকা পর্যন্ত হয়ে থাকে। সহকারী রেজিস্টার পদে চাকরি পাওয়ার জন্য প্রার্থীকে বিজ্ঞান বা আইন, অথবা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, প্রার্থীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সাব রেজিস্টার পদে কত টাকা বোনাস দেওয়া হয়

একজন সাব রেজিস্টার প্রতি বছর বাৎসরিক এবং প্রতি মাসে মাসিক বেতন ভাতা ও বোনাস পেয়ে থাকে। একজন সাব রেজিস্টার প্রতি মাসে বিভিন্ন ভাতা ও বেতন মিলিয়ে মূল বেতনের সমপরিমাণ টাকা বোনাস পেয়ে থাকে। একজন সাব রেজিস্টার প্রতি মাসে ন্যূনতম ৯,৬০০ টাকা বাড়ি ভাড়া ভাতা ও ২৫০০ টাকা চিকিৎসা ভাতা সহ মোট ৫০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।

সাব রেজিস্টারের সুবিধা

একজন সাব রেজিস্টার বাংলাদেশ সরকারের কাছ থেকে রাষ্ট্রীয় ভাবে নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। সাব রেজিস্টারের সুযোগ সুবিধার মধ্যে অন্যতম হলো ভাতা ও বোনাস। তারা মাস শেষে ভাতা ও বোনাস মিলিয়ে মূল বেতনের সমপরিমাণ টাকা পেয়ে থাকে। এছাড়া সাব রেজিস্টার এর সন্তান সন্তানাদিদের শিক্ষা সহায়ক ভাতা প্রদান করা হয়।

সাব রেজিস্ট্রার হতে কি কি যোগ্যতা লাগে?

সাব রেজিস্টার পদে সবাই চাকরি পায় না। একজন সাব রেজিস্টার পদে চাকরি পেতে হলে উচ্চতর ডিগ্রী থাকার প্রয়োজন পরে। সার্ভার রেজিস্টার পদে আবেদন করার জন্য স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাব রেজিস্টার পদে আবেদন করতে হবে।

একজন সাব রেজিস্টার পদপ্রার্থী হয়ে চাকরির আবেদন করলে অনেক পড়াশোনা করার প্রয়োজন পড়ে। যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সাব রেজিস্টার পথ একটি আদর্শ চয়েজ। তবে সাব রেজিস্টার পদে চাকরি পেতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top