ট্রেন চালকের বেতন কত ২০২৫

ট্রেন স্থল পথে চলাচলকারী সব থেকে দ্রুত গামী যানবাহন। একটি ট্রেন দীর্ঘ দূরত্ব অল্প সময়ের মধ্যে অতিক্রম করে থাকে। অনুন্নত রেল পথে একটি ট্রেনের গতি ৫০ কিমি/ ঘণ্টা হয়ে থাকে এবং উন্নত রেল পথে একটি ট্রেনের সর্বোচ্চ গতি ২০০- ৩৫০ কিমি/ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে। প্রতিনিয়ত বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সরকারি ভাবে ট্রেন চালক নিয়োগ দিয়ে থাকে। ট্রেনের এক জন প্রধান চালককে অনেক পরিশ্রম করতে হয়। কেননা ট্রেনের প্রধান চালক হতে অনেক দক্ষতা অর্জন করতে হয়।

বর্তমানে ট্রেনের এক জন প্রধান চালকের ন্যূনতম বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা এবং সহকারী ট্রেন চালকের বেতন ন্যূনতম ৯ হাজার টাকা থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে ট্রেনের এক জন প্রধান চালক ও সহকারী ট্রেন চালক সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে থাকে। সরকারি ভাবে তাদেরকে বিভিন্ন মাসিক ভাতা এবং বোনাস প্রদান করা হয়। এছাড়া ট্রেনের প্রধান এবং সহকারী চালক অবসরের পর এক কালীন টাকা সহ পেনশন সুবিধা পেয়ে থাকে।

ট্রেন চালকের বেতন কত

মূলত এক জন ট্রেন চালককে লোকো মাস্টার বলে সম্মোধন করা হয়। এক জন লোকো মাস্টার ট্রেনের প্রধান চালক হিসাবে দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশ রেলওয়ে তে সরাসরি লোকোমেটিভ মাস্টার পদে নিয়োগ দেওয়া হয় না। এক জন লোকো মাস্টারকে কমপক্ষে ৪ বছর থেকে ৯ বছর ট্রেন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

এক জন ট্রেন চালক অর্থাৎ এক জন লোকো মাস্টারকে প্রতি দিন ন্যূনতম ৮ ঘন্টা ডিউটি পালন করতে হয়। তবে বিভিন্ন সময় ৮ ঘন্টার উপরে ডিউটি করতে হয় যা পরবর্তীতে ওভারটাইম হিসেবে গণ্য হয়। এক জন ট্রেন চালকের ন্যূনতম মাসিক বেতন সর্বনিম্ন প্রায় ৯,৩০০ টাকা এবং লোকো মাস্টারের সর্বোচ্চ বেতন ২২,৪৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

সহকারী ট্রেন চালকের বেতন কত

এক জন সহকারী ট্রেন চালক ট্রেনের প্রধান চালক অর্থাৎ লোকো মাস্টারকে সকল দিক থেকে সহায়তা প্রদান করে থাকে। এছাড়া এক জন সহকারী ট্রেন চালক ক্রসিং নেই এমন সহজ রাস্তায় ট্রেন চালিয়ে থাকে। এক জন সহকারি ট্রেন চালক দীর্ঘদিন ট্রেন চালিয়ে অভিজ্ঞতা অর্জন করে লোকো মাস্টার পদে পদোন্নতি পায়।

লোকো মাস্টার পদে পদোন্নতি পেতে এক জন সহকারী ট্রেন চালককে অনেক পরিশ্রম করতে হয়। এক জন সহকারী ট্রেন চালক প্রতিমাসে মূল বেতনের সমপরিমাণ টাকা বিভিন্ন ভাতা হিসেবে পেয়ে থাকে। এক জন সহকারী ট্রেন চালক প্রতি মাসে সর্বনিম্ন ৯ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে। এছাড়া সহকারী লোকো মাস্টারের সর্বোচ্চ বেতন ২১,৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ট্রেন চালক ও সহকারী ট্রেন চালকের বেতন স্কেল

১৯৭৩ সালে ১০ টি গ্রেড নিয়ে একটি বেতন স্কেল পাশ করা হয়। যা পরবর্তী ২০১৫ সালে বাড়িয়ে ২০ টি গ্রেডে রূপান্তর করা হয়। বর্তমানে এই ২০ টি গ্রেড অনুযায়ী সকল সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশ রেলওয়ের সহকারী ট্রেন চালক এবং প্রধান চালক এই গ্রেড অনুযায়ী বেতন ভাতা পেয়ে থাকে।

এক জন ট্রেনের প্রধান চালক অর্থাৎ লোকো মাষ্টার তৃতীয় শ্রেণীর নিম্ন স্তরের কর্মকর্তা। অর্থাৎ এক জন ট্রেন চালক ১৬ তম গ্রেড অনুযায়ী বেতন ভাতা পেয়ে থাকে। অপর দিকে এক জন সহকারী ট্রেন চালক প্রধান চালকের পরবর্তী গ্রেড অনুযায়ী বেতন ভাতা পেয়ে থাকে। অর্থাৎ এক জন সহকারী ট্রেন চালক ১৭ তম গ্রেডের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করে থাকে।

ট্রেনের এক জন টি টি এর বেতন কত

অনেক অসাধু লোক অবৈধ ভাবে ট্রেন ভ্রমণ করে থাকে। যার ফলে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ প্রতিটি ট্রেনের জন্য বেশ কয়েকজন টি টি নিয়োগ করে থাকে। বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ দ্বারা নিয়োগকৃত এ সকল টি টি পদের কর্মচারীদের প্রধান কাজ টিকেটের বৈধতা যাচাই করা। ট্রেনের এক জন টি টি পদের কর্মচারী ১৫ তম গ্রেড অনুযায়ী বেতন পেয়ে থাকে। ট্রেনের এক জন টিটি পদের কর্মচারীর সর্বনিম্ন বেতন ৯,৭০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ২৩,৭৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ট্রেনের স্টেশন মাস্টারের বেতন কত

এক জন স্টেশন মাস্টারের প্রধান দায়িত্ব সকল যাত্রীদের সুরক্ষা প্রদান করা এবং স্টেশনের সমস্যা সমাধানের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা। ট্রেনের অসুস্থ যাত্রীদের চিকিৎসা সুনিশ্চিত করা সহ সকল যাত্রীদের নিরাপত্তা প্রদান করা স্টেশন মাস্টারের অন্যতম প্রধান কাজ। এক জন স্টেশন মাস্টার পূর্বে ১১ তম গ্রেড অনুযায়ী অর্থাৎ তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন।

তবে বহু আন্দোলনের পর বর্তমানে এক জন স্টেশন মাস্টার দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকে। ২০১৫ সালে পাশ হওয়া গেজেটের ১০ তম গ্রেড অনুযায়ী এক জন স্টেশন মাস্টারের সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা এবং স্টেশন মাস্টারের সর্বোচ্চ বেতন নূন্যতম প্রায় ৩৮,৬৪০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ট্রেনের সহকারী স্টেশন মাস্টারের বেতন

এক জন সহকারী স্টেশন মাস্টারের প্রধান কাজ ট্রেনের ক্রসিং সংক্রান্ত সকল সিগন্যাল প্রদান করা। এছাড়া স্টেশন মাস্টারকে সার্বিক সহযোগিতা প্রদান করা সহকারী স্টেশন মাস্টারের অন্যতম প্রধান দায়িত্ব। এক জন সহকারী স্টেশন মাস্টার ১৫ তম গ্রেড অনুযায়ী বেতন ভাতা পেয়ে থাকে। ১৫ তম গ্রেড হিসেবে এক জন সহকারী স্টেশন মাস্টারদের সর্বনিম্ন বেতন ৯,৭০০ টাকা থেকে সর্বোচ্চ বেতন নূন্যতম ২৩,৪১০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ট্রেনের কাউন্টার মাস্টারের বেতন কত

এক জন কাউন্টার মাস্টার মূলত সকল ট্রেনের টিকেট বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নিয়োগ প্রাপ্ত কাউন্টার মাস্টার পদের কর্মচারী ১৬ তম গ্রেড অনুযায়ী বেতন পেয়ে থাকে। ১৬ তম গ্রেড হিসাবে এক জন কাউন্টার মাস্টারের সর্বনিম্ন বেতন ন্যূনতম প্রায় ৯,৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ২২,৪৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ট্রেনের এক জন গেট কিপার এর বেতন কত

দুর্ঘটনা এড়াতে এক জন গেট কিপারের ভূমিকা অপরিসীম। ট্রেন আসার রেড সিগন্যাল পেলে রাস্তার দুই পাশে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া এবং সবুজ সিগন্যাল পেলে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া গেট কিপারের প্রধান দায়িত্ব। এক জন গেট কিপার সরকারি বেতন স্কেল অনুযায়ী ২০ তম গ্রেড অনুযায়ী বেতন পেয়ে থাকে।

অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নিয়োগপ্রাপ্ত এক জন গেট কিপার সবচেয়ে নিম্ন স্তরের কর্মচারী হিসেবে নিয়োগ পেয়ে থাকে। এক জন গেট কিপার মূলত চতুর্থ শ্রেণীর কর্মচারী। ২০ তম গ্রেড অনুযায়ী এক জন গেট কিপারের সর্বনিম্ন বেতন নূন্যতম প্রায় ৮২৫০ টাকা এবং এক জন গেট কিপারের সর্বোচ্চ বেতন প্রায় ২০,০১০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ট্রেনের চালক ও সহকারী চালকের শিক্ষাগত যোগ্যতা

প্রতিবছর বাংলাদেশ রেলওয়ে ট্রেনের লোকো মাস্টার এবং এসিস্ট্যান্ট লোক মাস্টার পদে নিয়োগ দিয়ে থাকে। এসিস্ট্যান্ট লোকমাস্টার পদে অর্থাৎ সহকারী ট্রেন চালক হিসেবে নিয়োগ পেতে সর্বনিম্ন বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া সহকারী ট্রেন চালক থেকে প্রধান চালককে পদোন্নতি পেতে ন্যূনতম স্নাতক সম্মান ডিগ্রী অর্জন করতে হবে।

ট্রেন আমাদেরকে অতি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিয়ে থাকে। এছাড়া নিরাপদ ভ্রমণের জন্য ট্রেন সবথেকে উপযোগী যানবাহন। ট্রেনের লোক মাস্টার অর্থাৎ এক জন ট্রেন চালক অনেক দক্ষতার সাথে ট্রেন চালিয়ে থাকে। যার ফলশ্রুতিতে বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা সব থেকে কম ঘটে থাকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *